দেশী-বিদেশী মুরগী পালন করে নারী উদ্যোক্তার সাফল্য | মাসে আয় ৫০ হাজার টাকা
Автор: Rajbari Tv Online
Загружено: 2025-11-16
Просмотров: 394
Описание:
সংসারে বাড়তি আয়ের নারী উদ্যোক্তা শিউলি খাতুন ৪ বছর আগে মাত্র ১৬ টি মুরগী দিয়ে বাড়ির আঙিনায় শুরু করে খামার। এখন তার প্রতিমাসে আয় ৫০ হাজার টাকা। তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই ছোট পরিসরে গড়ে তুলেছে খামার। রাজবাড়ীর রামদিয়া স্কুলের সহকারী শিক্ষক সালাম শেখ এর স্ত্রী শিউলী খাতুন। সংসারে বাড়তি আয়ের আশায় ইউটিউব দেখে ৪ বছর আগে স্বামীর সহযোগিতায় বাড়ির আঙিনায় ১৬ টি মুরগী দিয়ে সীমিত পরিসরে শুরু করে মুরগির খামার।এখন তার খামারে মিশরি ফাউমি,টাইগার, টার্কি, তিতির, কোয়েল সহ, পিকিং স্টার, দেশী ও চিনা জাতের প্রায় দেড় হাজার হাঁস ও মুরগী রয়েছে। তার এই খামারের পরিধি বাড়াতে আর্থিকভাবে সহযোগিতা করছেন স্বামী। অন্যদিকে এই সব মুরগী, মুরগীর বাচ্চা ও ডিম বিক্রির জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সন্তান।
শিউলি খাতুনের খামার দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন সাধারণ মানুষ। কেউ কেউ খামার থেকে মুরগী ক্রয় করে পালন শুরু করেছেন। তারাও দেখছেন লাভের মুখ। নিজ উদ্যোগে খামার গড়ে তোলায় এই নারী উদ্যোক্তাকে স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন এই যুব উন্নয়ন কর্মকর্তা। প্রতিমাসে খামার থেকে মুরগীর বাচ্চা ও ডিম বিক্রি করে শিউলি খাতুনের আয় হয় ৫০ হাজার টাকা।
#রাজবাড়ী #সফলতারগল্প #সফল_উদ্যোক্তা
#ইউটিউব_দেখে_সফল_উদ্যোক্তা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: