কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে | Mustafizur Rahmani | কেয়ামত | হাশরের ময়দান | 2020
Автор: Sohoj Islam
Загружено: 2020-07-12
Просмотров: 19269
Описание:
কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে | Mustafizur Rahmani | কেয়ামত | হাশরের ময়দান | 2020
যে কাজের গুরুত্ব যত বেশি, সেই কাজের জবাবদিহিতাও তত বেশি। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই নামাজের হিসাবের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কেয়ামতের দিন মানুষের সব কাজের হিসাব হবে। ছোট-বড় যে কাজই মানুষ করেছে তার জন্য আল্লাহর দরবারে মানুষকে হিসাব দিতে হবে। এমনকি মানুষ বিনা কারণে যদি একটি পিপীলিকাও মেরে থাকে, কেয়ামতের দিন তারও হিসাব হবে।
নামাজ যেহেতু ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের দ্বিতীয় স্তম্ভ, তাই কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। একটি হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) বলেছেন, ‘কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। বান্দার নামাজ যদি যথাযথ প্রমাণিত হয়, তবে সে সাফল্য লাভ করবে। আর যদি নামাজের হিসাবই খারাপ হয়, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।’ (তিরমিজি)। ‘যে ব্যক্তি সঠিকভাবে ও যথাযথ নিয়মে নামাজ আদায় করবে, তা কেয়ামতের দিন তার জন্য পূর্ণ মুক্তির অসিলা, আলোকবর্তিকা ও মুক্তির কারণ হবে। যে নিয়মিত নামাজ আদায় করবে না, তার জন্য তা নূর, অকাট্য দলিল ও মুক্তি কিছুই হবে না।’ (আহমাদ, দারেমি, বায়হাকি)।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: