বরিশাল ভাসমান পেয়ারা বাজার / সুরভী -৭ লঞ্চ এ মজার খাবার / ভাসমান পেয়ারা বাজার/ Floating Market
Автор: Alamgir Aziz Emon
Загружено: 2022-08-30
Просмотров: 997
Описание:
পানিতে ভাসমান অগণিত ছোট ছোট নৌকা। নৌকাগুলো পেয়ারা ভর্তি। কাঁচা পেয়ারার রঙ সবুজ। পাকাগুলো হলুদ। এ যেন জল নগরীতে সবুজ- হলুদের রঙ খেলা। এই পেয়ারাগুলো কেনাবেচা হয় নৌকার মধ্যেই। ফড়িয়ারা আসছেন নৌকায়, পেয়ারা কিনে নিয়ে চলেও যাচ্ছেন। ভাসমান এত বড় বাজার দেশের আর কোথাও চোখে পড়ে না।
বলছিলাম, ভিমরুলি পেয়ারা বাজারের কথা। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমারেখার ভিমরুলি নামক স্থানের চর্তুমুখী ছোট-বড় খালের মোহনায় গড়ে উঠেছে ভাসমান এ বাজার। স্থানীয় গ্রাম ভিমরুলির নামেই এ বাজারের নামকরণ হয় ‘ভিমরুলি বাজার’।
তবে স্থানীয় ব্যক্তিরা এই বাজারকে বলে ‘গোইয়ার হাট’। ভিমরুলি বাজারের প্রাণকেন্দ্রেই খালের উপরে একটি ব্রিজ রয়েছে। সেখানে দাঁড়িয়ে পাখির চোখে দেখা যাবে বাজারের সমগ্র চিত্র। চোখে পড়বে বাজারে আগতদের পেয়ারা নির্ভর ব্যস্ততার দৃশ্য। কেউ কেউ খুচরা বিক্রির উদ্দেশ্যে নাও চালিয়ে যাচ্ছে দূরে। কেউবা করছে পাইকারি ব্যবসায়ীদের কাছে পেয়ার বিক্রির বন্দোবস্ত। পেয়ারা নিয়ে বাজারে আসা চাষিরা এক পাইকার থেকে নৌকা ভিড়াচ্ছে অন্য পাইকারের কাছে, বেশি দামের আশায়। এ যেন জল রঙের ক্যানভাসে আঁকা সত্যিকারের অপরূপ বাংলার প্রতিচ্ছবি।
এখানে বাজার শুরু হয় বেলা ১১টার দিকে। আর বাজারের রসদ জোগাতে পেয়ারা চাষিদের পরিশ্রম শুরু হয় ভোর থেকে। সূর্যের আলো ফোটার আগেই নাও-কোন্দা (তালগাছের নৌকা) নিয়ে বাগানে হাজির হয় তারা। আকাশে যখন সামান্য আলো দেখা যায়, তখনই পেয়ারা নিয়ে হাজির হওয়া শুরু হয় এই বাজারে। পেয়ারা্র মৌসুমে পেয়ারানির্ভর বহুরূপী ব্যবসায় মেতে ওঠে এই জনপদের অসংখ্য মানুষ। কর্মসংস্থানও সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের। কেউ বাগান মালিক, কেউবা বাগান লিজ নিয়েছে ভাগ্যর ওপর নির্ভর করে গাছে ফুল আসার আগেই। আবার কেউবা পেয়ারা বাগানে শ্রম বি্ক্রি করে চালাচ্ছে জীবিকা।
অসংখ্য পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে ডিঙি নৌকাগুলো ভিড় করে ভিমরুলি বাজারে। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে বেচা-কেনার কর্মযজ্ঞ। এই পেয়ারা চলে যায় ঢাকাসহ প্রতিটি বড় শহরে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিমরুলি বাজার থেকে পেয়ারা সংগ্রহ করেন। এ অঞ্চলের উৎপাদিত পেয়ারা শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে। যাচ্ছে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যেও।
এক দিনের জন্য আসতে হলে রাতে লঞ্চে করে আসবেন। বরিশাল নেমে চৌমাথা থেকে সিএনজি অথবা লেগুনা করে যেতে হবে আট ঘর অথবা কুড়িআনা। সেখান থেকে টলার নিয়ে চলে যাবে পেয়ারা বাগানে সেখান থেকে পেয়ারা বাজারে। পাচ জনের একটি দল গেলে খরচ হবে আসা যাওয়া খাওয়া সহ পাচ হাজার টাকা। এক জনের এক হাজার টাকা পড়বে। তবে সংখ্যা যত কম হবে খরচ তত বেশি হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: