মালয়েশিয়ার জহুরবারু পেকেনানাস ক্যাম্প পরিদর্শনে হাইকমিশনার মালয়েশিয়া: জহুর প্রদেশে অবস্থিত পেকান নেন
Автор: মালয়েশিয়া খবর Malaysia news for bangladesh
Загружено: 2019-10-11
Просмотров: 572
Описание:
মালয়েশিয়ার জহুরবারু পেকেনানাস ক্যাম্প পরিদর্শনে হাইকমিশনার
মালয়েশিয়া: জহুর প্রদেশে অবস্থিত পেকান নেনাস ইমিগ্রেশন সেন্টার( ক্যাম্প) পরিদর্শন করেছেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম।
১১ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় পেকে নেনাস ইমিগ্রেশন সেন্টার পরিদর্শনের সময় ইমিগ্রেশন ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মিঃ রজালি এবং অন্যান্য অফিসারদের সাথে আলোচনাকালে অপেক্ষমানদের দেশে ফেরত প্রেরণ, চিকিৎসা এবং তদন্তাধীনদের বিষয়ে কথা বলেন।
ক্যাম্প কমান্ডার জানান, ইমিগ্রেশন ও ভিসা রুলস ব্যতীত অন্যকোন অপরাধ বাংলাদেশের নাগরিকদের নেই।
এ সময় হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম ক্যাম্প কমান্ডারকে বলেন, বাংলাদেশের কর্মঠ কর্মীদের কাজের দক্ষতা প্রমাণিত।
কেউবা প্রতারণার শিকার হয়ে, কেউবা অধিক আয়ের আশায় কোম্পানি পরিবর্তন করে কেউবা কোম্পানি থেকে পালিয়ে গিয়ে অবৈধ হয়ে দুর্ভাগ্যজনক এমন অবস্থায় পড়েছে।
হাইকমিশন এদের দ্রুত দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সচেষ্ট এবং কাজ করছে।
যারা সাক্ষী হিসেবে আছে তাদের ক্যাম্পের বাইরে কাজে নিয়োজনের ব্যবস্থা করতে অনুরোধ করেন।
দ্রুত দেশে ফিরে যেতে ক্যাম্পের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বন্দীদের বাংলাদেশি খাবার বিতরন করেন।
হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ২) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, ‘যাদের পাসপোর্ট নেই তাদের নাগরিকত্ব নিশ্চিত হবার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
তাছাড়া কিভাবে বাংলাদেশ থেকে এসেছে, কেন শাস্তি পেয়েছে এসব বিষয়ে খোজ নেওয়া হয়।
যাদের প্রয়োজনীয় কাগজ পত্র তথা পাসপোর্ট নেই তাদের হাইকমিশন থেকে টিপি এবং অসামর্থ্যদের জন্য কমিউনিটির জন হিতৈশীদের সহায়তায় ফ্লাইট টিকিটের ব্যবস্থা করে দ্রুত দেশে প্রেরণ করা হয়। ‘
ক্যাম্প পরিদর্শনকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন, হাইকমিশনের প্রথম সচিব ( বাণিজ্যিক) মোঃ রাজিবুল আহসান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: