এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে Ei Padma Ei Meghna by Salma
Автор: Mofizur Rahman
Загружено: 2016-12-16
Просмотров: 1241468
Описание:
গীতিকারঃ আবু জাফর
সুরকারঃ আবু জাফর
শিল্পী : সালমা আক্তার (Moushumi Akhter Salma. Known as Salma Akhter)
আবু জাফর : অসম্ভব সৃজনশীল এ শিল্পী বাঙলা সংগীতে অভাবনীয় সব সংগীত সৃষ্টি করেছেন। আমরা তাঁকে ’এই পদ্মা এই মেঘনা’ র গীতিকার-সুরকার হিসেবে চিনি। বাংলাদেশের অনেক জনপ্রিয় দেশাত্ববোধক গানের তিনি সফল ও স্বার্থক গীতিকার ও সুরকার হিসেবে ব্যাপক পরিচিত।
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন, গান গেয়ে যায়
আমার রাখাল মন, গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
এই পদ্মা, এই মেঘনা,
এই হাজারো নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতন
নদী ও রমণীগুলো শুধু কথা কয়
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফুটে
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন, গান গেয়ে যায়
আমার রাখাল মন, গান গেয়ে যায়
এই আমার দেশ, এই আমার প্রেম
আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
কতো আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: