আপনার আইনি বিবাহ, তালাক ও পারিবারিক সমাধানের বিশ্বস্ত ঠিকানা:কুমিল্লা জজ কোর্ট কাজী অফিস 01407174138
Автор: Kazi Office -( কাজী অফিস ) কুমিল্লা
Загружено: 2025-10-11
Просмотров: 315
Описание:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সরকারি রেজিস্ট্রেশন ফি এবং স্বল্প খরচে সকল আইনি সেবা প্রদান করা হয়।
✅ আমাদের মূল সেবাসমূহ:
• বিবাহ রেজিস্ট্রেশন: সরকারি অনুমোদিত ফি'তে কোর্ট ম্যারেজসহ সকল প্রকার বিবাহ রেজিস্ট্রেশন।
• তালাক রেজিস্ট্রেশন: আইনি প্রক্রিয়ায় তালাক রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট আইনি পরামর্শ।
• আইনি পরামর্শ: বিবাহ, তালাক, হিন্দু বিবাহ, ও বিশেষ বিবাহ সংক্রান্ত বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য আইনি পরামর্শ।
🏛️ কেন আমাদের বেছে নেবেন?
• স্বল্প খরচে কোর্ট ম্যারেজ/তালাক এফিডেভিট: আমাদের অফিসের মাধ্যমে স্বল্প খরচে নোটারি পাবলিকেশনের মাধ্যমে কোর্ট ম্যারেজ অথবা তালাক এফিডেভিট সম্পন্ন করার সুবিধা।
• সুবিধাজনক অবস্থান: অফিসটি কুমিল্লা জজ কোর্টের ঠিক মধ্যে অবস্থিত, ফলে বিবাহ রেজিস্ট্রেশনসহ সকল প্রকার আইনি সেবা একই স্থান থেকে সহজে গ্রহণ করতে পারবেন।
📄 প্রয়োজনীয় কাগজপত্র:
বিবাহের জন্য তালাকের জন্য
১. NID বা ভোটার আইডি ১. কাবিননামা
২. পাসপোর্ট এর ফটোকপি (ঐচ্ছিক) ২. NID বা ভোটার আইডি
৩. অনলাইন জন্মসনদ ৩. ২ জন সাক্ষী
৪. এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশন কার্ড/সার্টিফিকেট
৫. ২ জন সাক্ষী
বিবাহের বয়সসীমা (আইন-২০১৭ অনুযায়ী):
• বরের বয়স: ২১ বছর পূর্ণ হতে হবে।
• কনের বয়স: ১৮ বছর পূর্ণ হতে হবে।
🌍 আমাদের বিশেষায়িত সার্ভিসসমূহ:
• বিদেশস্থদের জন্য বিবাহ: যারা বিদেশে আছেন (বর বা কনে), তাদের জন্য Zoom, Skype, WhatsApp ইত্যাদির মাধ্যমে ভিডিও কলে বিয়ের 'শরাহ' পড়ানো এবং আইনসিদ্ধ রেজিস্ট্রেশন।
• আন্তর্জাতিক সার্টিফিকেট: স্বামী-স্ত্রীসহ বিদেশ ভ্রমণ, হজ্ব পালন, চিকিৎসার জন্য প্রযোজ্য দেশের নিয়ম অনুযায়ী ইংরেজি বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান।
• রি-ইস্যু ও সত্যায়ন: হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যু করা। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার জন্য ডকুমেন্ট স্ট্যাম্পিং, নোটারী ও প্রয়োজন সাপেক্ষে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে দেওয়া।
• বিশেষ সমস্যা সমাধান: ভিন্নধর্মের লোকদের বিয়ে ও তালাকের পরামর্শ, জটিল বিয়ে/তালাক সংক্রান্ত সমাধান, কাপল কাউন্সেলিং এবং দেনমোহর/ভরণ-পোষণ সংক্রান্ত সমঝোতামূলক নিষ্পত্তি।
• হোম সার্ভিস: বিশেষ প্রয়োজনে হোম সার্ভিস প্রদান করা হয়।
যোগাযোগের জন্য: হাফেজ কাজী নজরুল ইসলাম কাজী অফিস, কুমিল্লা জজ কোর্ট 📞 ফোন/WhatsApp/IMO: ০১৪০৭১৭৪১৩৮ (জরুরি প্রয়োজনে যেকোনো তথ্যের জন্য ফোন বা মেসেজ দিন)
________________________________________
#কুমিল্লাকাজীঅফিস #কোর্টম্যারেজ #বিবাহরেজিস্ট্রেশন #তালাকরেজিস্ট্রেশন #KaziNazrulIslam #আইনিসেবা #CumillaKaziOffice #MarriageRegistration #LegalService
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: