চায়না কমলা চাষে বগুড়ার প্রবীন কৃষি উদ্যোক্তা জনাব আব্দুল আজিজ ভাইরাল।
Автор: কৃষি সেবা Krishi Seba
Загружено: 2022-12-22
Просмотров: 609
Описание:
কমলা একটি লেবু জাতীয় ফল। কমলা পাহাড়ি অঞ্চলের ফসল হলেও বর্তমানে সমতল ভূমিতে কমলার চাষ করে দেশের কৃষক সফল হচ্ছেন। সাধারনত শীত মৌসুমে কমলা বাঁজারে প্রচুর পরিমানে থাকে। পুষ্টিগুনে ভরা এই কমলার চাষ এখন বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে। বহু জাতের মধ্যে চায়ানা কমলার জাত এ বাংলাদেশে আবাদ হচ্ছে। আজ আমরা জানাবো এই চায়না কমলার চাষ প্রণালী সম্পর্কে।
পুষ্টি মূল্য: এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল।
ভেষজ গুণ: কমলা সর্দিজ্বর ও বমি নিবারক। কমলার শুকনো ছাল অম্লরোগ ও শারিরীক দুর্বলতা নিরসন করে।
ব্যবহার: জ্যাম, জেলি, জুস হিসেবে।
জাত পরিচিতি: বারি কমলা-১: এটি একটি নিয়মিত আগাম ফল প্রদানকারী উচ্চ ফলনশীল জাত। প্রতিটি গাছে ৩০০-৪০০টি ফল ধরে। ফল বড়, ওজন ১৮০-২০০ গ্রাম ও প্রায় গোলাকার। পাকার পর হলুদ রঙ ধারণ করে। ফলের খোসা ঢিলা, ফল রসালো ও মিষ্টি। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বগুড়া ও পঞ্চগড় জেলায় চাষ উপযোগী।
চারা উৎপাদন: বীজ থেকে সরাসরি চারা তৈরী করা যায়। চোখ কলম ও পার্শ্বকলমের মাধ্যমেও কলম তৈরী করা যায়। ১০ থেকে ১২ মাস বয়সের কমলার চারা বাডিং ও গ্রাফটিংয়ের জন্য আদিজোড় হিসাবে ব্যবহার করা সবচেয়ে ভালো। রোপণের জন্য সোজা ও ভাল বৃদ্ধি সম্পন্ন্ তরতাজা চারা অথবা কলম বেছে নিতে হবে।
কমলাচাষ #কৃষিসেবা #আব্দুলআজিজ #এনামুলহক
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: