মায়াবী শীতকাল || Magical Winter |Alo Daily Sky
Автор: Alo Daily Sky
Загружено: 2025-11-20
Просмотров: 268
Описание:
চাদর জড়িয়ে আসে শীতকাল। কাক ডাকা ভোরে গাছি ব্যস্ত হয়ে পড়ে খেজুর রস আহরণে।। সূর্যের নরম আলো মেখে সবুজ ঘাসের ডগায় চিক চিক করা রূপালি কুয়াশা, আগুনের মিঠে আঁচ ঘেরা দলবদ্ধ মানুষের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় গ্রামবাংলার অনন্য রূপের কথা। এ সময় চলে পিঠা খাওয়ার ধুম। হিম হিম ঠান্ডায় ধোঁয়া ওঠা পিঠা-পুলির স্বাদটা যেন আমাদের চিরন্তন ঐতিহ্যেরই একটা অংশ।
একটু বেলা গড়াতেই ঝকঝকে সোনারোদ ছড়িয়ে পড়ে সরিষাক্ষেতে। নয়নাভিরাম হলদে মায়ায় সেখান লুটোপুটি খায় মৌমাছি। হাওড়সহ অন্যান্য জলাভূমিগুলো মুখর হয়ে ওঠে পরিযায়ী পাখির বিচরণে। এ সময় পাপড়ি মেলে গোলাপ, গাঁদা, ডালিয়া সহ আরো অনেক ফুল। পানি শুকিয়ে যাওয়ায় বিলঝিলে মাছ ধরাটা এ সময় যেন উৎসবের মত!
বিকেল গড়াতেই আবারো খেজুর গাছে হাঁড়ি পাততে ব্যস্ত হয়ে পড়ে গাছিরা।
কুসুমবরণ সূর্যটা দিন শেষে অস্ত গেলে ঘন কুয়াশার মুখ লুকায় মায়াবী শীতকাল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: