আশুরায় যেভাবে রোজা রাখলে আপনার ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।।
Автор: Musafir1.0
Загружено: 2022-08-13
Просмотров: 7
Описание:
আল্লাহর রাসুল (সা.) আশুরার রোজা রাখার ক্ষেত্রে একটি সুন্দর মূল নীতি দিয়েছেন। আবু হুরায়রা (রা.) হতে এটি বর্ণিত হয়েছে এবং সহিহ মুসলিমেও রয়েছে এই হাদিসটি। আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেছেন, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহররম মাসের রোজা।'
সে ক্ষেত্রে মহররম মাসে অনেক বেশি রোজা রাখতে পারেন। সেটি কিন্তু শুধু আশুরা নয়। আপনি এক তারিখ থেকে শুরু করে একদম ৩০ তারিখ পর্যন্ত ১০, ১৫, ২০টি, যত খুশি রোজা রাখতে পারেন। এটা হলো সর্বোত্তম। এর পর আশুরাকেন্দ্রিক যে রোজাগুলো, আশুরা মানে দশমী অর্থাৎ মহররম মাসের ১০ তারিখ, সেগুলো রাখতে পারেন।
আমরা এখানে কছু হাদিস উপস্থাপনের মাধ্যমে তথ্যগুলো সাজানোর চেষ্টা করেছি।
ইসলামের প্রতিটি বিষয় নিয়ে বেশি বেশি গবেষণা করুন, বেশি বেশি তথ্য সংগ্রহ করুন এবং অন্যের সাথে সেই তথ্য বিনিময় করুন।
কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সুযোগ হলে আমাদের অবগত করুন যেনো পরবর্তীতে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি।
জাজাকাল্লাহ খাইরান।। Musafir।।
Music Credit:
#Hope (Fizan Hashmi): https://bit.ly/3mQoxGd
Existing sub:
শুধু আশুরার একটি রোজা রাখা যাবে কি না।
১০ মহররম একটি রোজা রাখলে গুনাহ হবে কি না।
আশুরার রোজা রাখার বিধান।
মহররম মাসে রোজা রাখার বিধান।
আশুরায় কয়টি রোজা রাখতে হবে।
আশুরার একটি রোজা রাখলে গুনাহ হবে কি না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: