বড় মাফিয়া নরেন্দ্র খারকার বাড়িতে ইডির হানা / Coal Case Durgapur Mafia / Anm News
Автор: ANM NEWS
Загружено: 2025-11-21
Просмотров: 98
Описание:
#Durgapur, #EDRaid, #CoalMafia
@ANMNEWSINDIA @anmnewsenglish6813
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ—দুই রাজ্য জুড়ে শুক্রবার সকাল থেকেই তোলপাড়। বড় কয়লা মাফিয়া হিসেবে কুখ্যাত নরেন্দ্র খারকার বাড়ি–সহ একাধিক কয়লা ব্যবসায়ীর ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় কুড়িটি জায়গা এবং ঝাড়খণ্ডের আরও কয়েকটি ঠিকানায় অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডির দল বাড়ি–অফিস ঘিরে গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক ডকুমেন্ট খতিয়ে দেখছে।
নরেন্দ্র খারকার নাম বহুদিন ধরেই কয়লা পাচার ও মানিলন্ডারিং চক্রের সঙ্গে জড়িত বলে তদন্তকারী সংস্থার দাবি। এর আগে তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল কয়লা কাণ্ডে। সেই পুরনো মামলার সূত্র ধরেই আবারও খারকার বিরুদ্ধে নতুন করে তদন্তে নেমেছে ইডি। সকাল থেকেই তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আশপাশে মানুষের ভিড়, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
ইডির সন্দেহ, অবৈধ কয়লা উত্তোলন, পাচার এবং সেই টাকার রুট লুকোতে বড়সড় মানিলন্ডারিং নেটওয়ার্ক কাজ করছে। শুধু নরেন্দ্র খারকা নয়, তাঁর সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যবসায়ী ও কয়লা–মাফিয়ার বাড়ি ও দফতরেও তল্লাশি চলছে। বহু জায়গায় কর্মীদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঘর ঘর তল্লাশি, কম্পিউটার–ল্যাপটপ–হিসাববই পরীক্ষা—সব মিলিয়ে সকাল থেকেই বিশাল অভিযান।
স্থানীয়দের দাবি, খারকার মতো বড় মাফিয়া দীর্ঘদিন ধরে এলাকা দখল করে কয়লা ব্যবসার পুরো কারবার চালাচ্ছিল। এবার সেই সিন্ডিকেটের ওপর সরাসরি চাবুক পড়ল কেন্দ্রীয় সংস্থার। কোথাও আতঙ্ক, কোথাও উত্তেজনা—পুরো অঞ্চল জুড়ে আলোড়ন তৈরি হয়েছে।
অভিযান এখনও চলছে। ইডি বা সরকারি মহলের তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: