July 7, 2025 আশুরার তাজিয়া মিছিলে কারবালার শোক স্মরণে শিয়া সম্প্রদায়ের ঢল
Автор: Live 24 HD
Загружено: 2025-07-07
Просмотров: 3
Описание:
আশুরার তাজিয়া মিছিলে কারবালার শোক স্মরণে শিয়া সম্প্রদায়ের ঢল
১০ মহররম, আশুরার দিনে কারবালার শোক স্মরণে রাজধানী ঢাকায় তাজিয়া মিছিল করছে শিয়া মুসলমানরা। রোববার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান থেকে শুরু হয় প্রধান মিছিলটি, যাতে অংশ নেয় বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ।
সকাল ১০টায় ইমামবাড়া প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
শোকের প্রতীক হিসেবে অংশগ্রহণকারীদের পরনে ছিল কালো পোশাক, মাথায় কালো ফেট্টি এবং হাতে লাল-কালো-সোনালি রঙের ঝালর দেওয়া পতাকা। মিছিলে ছিল ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন ও প্রতীকী ঘোড়া।
২০১৫ সালে হোসাইনী দালানে জঙ্গি হামলার ঘটনার পর থেকে আশুরা উপলক্ষে নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। এবারও মিছিলে লাঠি, ছুরি, বল্লম, তলোয়ার বা ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ ছিল। পুরো মিছিলজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর নজরদারি।
১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। শোকের দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মুসলিমরা।
মিছিলে উপস্থিত হয়েছিলেন মাহাফুজুল ইসলাম মনা, 'সভাপতি, ৩৮ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ শহিদুল হক সহিদ, সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ ফিরোজ খান, প্রচার সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সহ বিএনপির স্থানীয় নেতৃবর্গ ও সূধীজন। @Live24HD #live24 #live24
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: