জয়দেব কেন্দুলি মেলা ২০২৬–এর প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-12-10
Просмотров: 479
Описание:
জয়দেব কেন্দুলি মেলা ২০২৬–এর প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল
বীরভূমের ঐতিহ্যবাহী ও জেলার বৃহত্তম জয়দেব কেন্দুলি মেলা–২০২৬ উপলক্ষে প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার ১০ ডিসেম্বর। পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে আয়োজিত এই মেলার প্রস্তুতি পর্যালোচনায় আজ ‘একতারা ট্যুরিজম’ সভাকক্ষে জেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা একত্রিত হন।
সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা ধবল জৈন, রাজ্যের কারা মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূমের পুলিশ সুপার আমনদীপ, বোলপুর মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, ইলামবাজার বিডিও ড. অনির্বাণ মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মূ, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। স্থায়ী ও অস্থায়ী আখড়ার প্রতিনিধিরাও এদিন বৈঠকে যোগ দেন।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, এবার মেলা ১৩ থেকে ১৭ জানুয়ারি, মোট পাঁচ দিন ধরে চলবে। গতবারের তুলনায় একদিন সরকারিভাবে মেলা বাড়ানো হয়েছে। তিনি আশ্বাস দেন যে, মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও নজরদারি থাকবে।
নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পুরো মেলা এলাকাজুড়ে থাকবে সিসিটিভি নজরদারি, পুলিশের কড়া নিরাপত্তা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাশাপাশি বিদ্যুৎ, অগ্নি নির্বাপন, স্বাস্থ্য ও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সমন্বিত উদ্যোগে মেলার যাবতীয় পরিষেবা নিশ্চিত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিনের বৈঠকে সামগ্রিক প্রস্তুতি, নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে নানা পরামর্শ ও পরিকল্পনা গৃহীত হয়।
বীরভূমের জয়দেব কেন্দুলী থেকে অনির্বাণ পাঁজার রিপোর্ট বিগ নিউজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: