জমিদার বাড়ির কূলদেবী দশভুজা মায়ের মন্দির,বাণীগ্রাম,বাঁশখালী || মা দশভুজা || মা দুর্গা
Автор: Biswajit Bhattacharjee
Загружено: 2023-10-31
Просмотров: 954
Описание:
জমিদার বাড়ির কূলদেবী দশভুজা মায়ের মন্দির,বাণীগ্রাম,বাঁশখালী || মা দশভুজা || মা দুর্গা
বঙ্গদেশে সাধারণভাবে #দশভুজা #দুর্গা প্রতিমার আরাধনাই বেশি হয়। এ ছাড়া বেশ কিছু পরিবারে 'শিবদুর্গা', 'অভয়া দুর্গা' প্রতিমাতেও পুজো হয়। আর বঙ্গদেশের বাইরে, বিশেষ করে উত্তর ভারতে হয় নবদুর্গার পুজো। তার সঙ্গে বাংলার বা বাঙালির দুর্গা প্রতিমার একেবারেই কোনও মিল নেই। মাটি খুঁড়ে পাওয়া পাথরের তৈরি প্রাচীন দুর্গার মূর্তিগুলোর দুটো রূপ পাওয়া যায়, মহিষমর্দিনী এবং সিংহবাহিনী। এর মধ্যে সম্ভবত মহিষমর্দিনী রূপটাই প্রাচীন। সিংহবাহিনী রূপটা সম্ভবত এসেছে ভারতের বাইরে থেকে। সিংহ-সহ মহিষমর্দিনী মূর্তি এসেছে সপ্তম শতাব্দী থেকে। অর্থাৎ, বুদ্ধযুগ থেকে হিন্দুযুগে প্রত্যাবর্তনের গোড়ার দিক থেকে মহিষমর্দিনী মূর্তি আস্তে আস্তে সিংহবাহিনী হয়ে উঠেছে।
আজকে আমরা এসেছি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের তৎকালীন জমিদার রায় পরিবারের কূলদেবী ২০০ বছরের বেশী প্রাচীন দশভুজা মায়ের মন্দিরে ।
বাণীগ্রাম রায় পরিবার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার পরিবার।
এই পরিবারের জমিদারি 'বাণীগ্রাম রায় এস্টেট' নামে পরিচালিত হত। তবে সবকিছুই এখন ইতিহাস।
বাণীগ্রাম জমিদার বাড়ির বিশাল ভিটায় জমিদারদের নানা স্মৃতিচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশালাকারের জমিদারের পুরানো বাড়িটি মোটামুটি অক্ষত আছে। বাড়িতে জমিদারের বংশধররা বসবাস করেন।
এছাড়া বাড়ির সীমানা দেয়াল এবং দুটি গেটের চিহ্ন পড়ে আছে। পুকুর ঘাটটিও কিছুটা বিধ্বস্ত। বাড়িতে নেই জমিদারের সেই জৌলুস। বাড়ির ভিতরে প্রবেশদ্বারে সেই আমলের বিশাল গেটের চিহ্ন রয়েছে।
গেটের পাশে রয়েছে দশভুজা মায়ের মন্দির। মন্দির পেরিয়ে কিছুদুর গেলেই বাড়ির সীমানা দেয়ালের ধ্বংসাবশেষ এবং গেট। মন্দিরটি আনুমানিক ২০০ বছরের বেশী পুরোনো। মন্দিরের ভেতরে রয়েছে শ্বেত পাথরে তৈরি একটি পুরনো দশভুজা মায়ের মূর্তি।
বাণীগ্রাম রায় পরিবারের পূর্বপুরুষরা ভারতের ত্রিপুরা রাজ্যের বংশধর বলে অনুমিত হয়। অনুমানের যৌক্তিকতা হিসেবে বলা যায়, জমিদার পরিবারের কূলদেবী দশভুজা মায়ের মন্দিরের মুর্তিটির আদি অবস্থান ছিল ত্রিপুরা রাজ্যের তৎকালিন রাজধানী উদয়পুরের চন্ডী মায়ের মন্দিরে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে উল্লেখ আছে, তাঁদের অধিষ্টাত্রী দেবীচন্ডীর মুর্তিটি মুসলমান ও মগদের যুদ্ধের সময় অপহরণ বা চুরি হয়ে যায়।
বাণীগ্রাম জমিদার পরিবারের মন্দিরে যে অধিষ্টাত্রী দেবী মূর্তিটি রয়েছে তা যে উদয়পুরের চন্ডী মায়ের মুর্তি, তা ত্রিপুরার এক প্রবীণ সন্ন্যাসী বাণীগ্রাম এসে শনাক্ত করেছেন বলে জনশ্রুতি রয়েছে।
এই দশভুজা মায়ের মন্দির ও মুর্তির ইতিহাস প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস প্রথম আলোতেও উল্লেখ রয়েছে ।
প্রতি বছর দুর্গোৎসবের সময় ষষ্ঠীর দিন ধূপ এবং তেল গরম করে মূর্তিটির আকার বড় করা হয়। দেখতে ভাল লাগার জন্যই মূর্তির আকার বড় করা হয়। মূর্তিটির গায়ে প্রায় আট ভরি স্বর্ণালংকার রয়েছে , তাই মূল্যবান মূর্তিটি চুরি হয়ে যাওয়ার আশংকায় সেটি এখন বাক্সের ভিতর রাখা হয়।
#জমিদারবাড়িরকূলদেবীদশভুজামায়ের মন্দিরবাণীগ্রামবাঁশখালী
#দশভুজা
#মাদশভুজা
#মাদুর্গা
#দশভুজামা
#দুর্গাপূজারইতিহাস
#মাদুর্গাকেনদশভুজা
#দুর্গাপূজা২০২৩
#জয়মাদূর্গা
#দুর্গাপূজারগান
#দুর্গামা
#biswajitbhattacharjee
This channel is all about Entertainment, Travel, Adventures, Photography, and Cinematography. My motive is to explore more places and discover new destinations. I am also trying to increase awareness among people to save and respect Mother Nature through my videos. You will find all these related videos on this platform. Please subscribe to my channel to stay up to date!
Follow Us On:
YouTube: / Канал
Twitter : / bbhattachar
Facebook: / digitalplanetb
LinkedIn: / biswajit-bhattacharjee
Instagram: / biswajit.bhattacharjee1971
Pinterest: / দুর্গা পূজার ইতিহাসদুর্গা পূজার গান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: