দেশি টেংরা মাছের মিশ্র চাষ পদ্ধতিতে লাভবান হওয়ার সহজ উপায়,01303823622।
Автор: polashfishbd
Загружено: 2024-04-29
Просмотров: 115
Описание:
ভিউয়ার্স আপনারা যে সকল মাছ চাষী ভাইরা বর্তমান সময়ে কই মাছের পোনা চাষ করছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি ভিডিওটিতে খুব সুন্দর ভাবে মাছ চাষ কালীন সময়ে যে সমস্ত প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেই সমস্ত প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে উঠতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে ।সেই সাথে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনামের কৈ মাছের পোনা চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং এই ভিয়েতনামেরকই মাছের পোনা চাষ করে কেমন লাভবান হওয়া যায় কি ধরনের খাবার প্রয়োগ করতে হয় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
মাছ চাষি বন্ধুরা আপনারা যে সকল চাষি ভাইয়েরা ভিয়েতনামের কৈ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই নির্ধিদায় আমাদের কাছ থেকে এই মাছের পোনা গুলো সংগ্রহ করতে পারবেন আমরা যেই পদ্ধতি অনুসারে এই মাছগুলো বিক্রয় উপযোগী এবং হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি সেক্ষেত্রে মাছ পরিবহন কালীন সময়ে এবং তার পরবর্তীতে মাছ মারা যাবার কোন সম্ভাবনাই থাকে না ।কাজেই প্রথম উদ্যোক্তা যারা আছেন তারা অনেকে ভয় পেয়ে থাকেন মাছ মারা যায় কিনা বা মাছ চাষ করে সাকসেসফুল হবে কিনা ।মাছ চাষি ভাইদের আমি বলবো আপনারা প্রথম অবস্থায় এই ভিয়েতনামের কৈ মাছের পোনা গুলো দিয়ে শুরু করতে পারেন মাছ চাষের জগতে ভিয়েতনামের কৈ মাছের পোনা অল্প সময়ের মধ্যে অল্প পুজিতে চাষ করে লাভবান হওয়া যায় তার চাইতেও বড় কথা হচ্ছে এই মাছগুলো চাষ করে মাঠ পর্যায়ে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায় সেটা পরবর্তীতে কাজে লাগিয়ে যেকোনো মাছের চাষ করা যায়।
ক্যাটফিশ জাতীয় মাছগুলো যদি কোন সময় কোন সমস্যা হয় সেটা বুঝতে পারে না অনেক সময় নতুন চাষিরা ।যখন মাছ মারা যায় সেই সময় তারা বুঝতে পারে যে তাদের মাছে সমস্যা হচ্ছে ।
বায়োফ্লক এ যারা চাষ করছেন তারা হয়তো অনেকেই ব্যাপারটি জানেন যে বায়োফ্লক এ কোন প্রকার মেডিসিন প্রয়োগ করা যায় না ।
এই ভিয়েতনামের কই মাছ গুলো তিন থেকে সাড়ে তিন মাস চাষ করতে হবে এবং চাষ কালীন সময়ে খাবার হিসেবে ভাসমান ফিড খাবার দিতে হবে প্রত্যেকদিন ন্যূনতম দুই থেকে তিন বেলা খাবার দিতে হবে এক টন মাছ উৎপাদন করতে 1 টন খাবার খরচ হয় 1 টন খাবার খরচ মাছ ক্রয় এবং উৎপাদন আনুষঙ্গিক খরচ ধরলে 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় এবং বিক্রয় করা যায় 90 থেকে 1 লক্ষ ঢাকা টন বা তার উপরে পাইকারিভাবে কাজেই নিঃসন্দেহে এই মাছগুলো চাষ করা লাভজনক,
তবে সব সময় একটি বিষয় মনে রাখবেন যে আপনি যে পুনা ক্রয় করবেন সেই পুনা অবশ্যই সুস্থ সবল চাষের উপযোগী এবং অরিজিনাল ভিয়েতনামের কৈ মাছের পোনা হতে হবে তা না হলে লাভের চাইতে লাসের অংকটাই বেশি হতে পারে আমরা ভিডিওতে যে মাছগুলো দেখিয়েছি এগুলো একদম সুস্থ সবল কই মাছের পোনা চাষের উপযোগী আমরা এখানে যে মাছগুলো দেখেয়েছি শুধুমাত্র আমাদের কাছে এই সাইজের মাছি নয় যেকোনো সাইজের মাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ,এবং আমরা এই ভিয়েতনামের কৈ মাছের পোনা গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি ,
অর্ডার করতে কল করুন,
সনজিত রায়:01303823622 ।
#ভিয়েতকৈ
#কৈমাছ
#দেশিকৈ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: