LIVE : ঘূর্ণিঝড় আম্পানের বর্তমান অবস্থান - Cyclone Amphan - LIVE update
Автор: British Bangla News Tv - ব্রিটিশ বাংলা নিউজ টিভি
Загружено: 2020-05-20
Просмотров: 32801
Описание:
ঘূর্ণিঝড় আম্ফানের বর্তমান অবস্থান - cyclone amphan LIVE update :
🚩ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
🚩বুধবার দিনের প্রথম ভাটা শুরু হবে বেলা ১১টা ৫৩ মিনিটে আর দিনের দ্বিতীয় জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। এরপরের ভাটা রাত ১২টা দুই মিনিটে শুরু হবে।আম্পান বুধবার বিকালে উপকূল অতিক্রম শুরু করলে তখন ভাটার প্রভাবে জলোচ্ছ্বাস কিছুটা কম থাকবে। তবে সন্ধ্যায় জোয়ারের প্রভাবে জলোচ্ছ্বাস হয়ে উঠতে পারে ভয়ের কারণ।
🚩ঘূর্ণিঝড় 🌀আম্পান উপকূল অতিক্রম করার সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
-- আবহাওয়া অধিদপ্তর
এই ভিডিওটিতে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ঘূর্ণিঝড় আমফান’ এর সরাসরি অবস্থান দেখতে পাচ্ছেন।
গত সোমবার সন্ধায় আমফান ‘সুপার সাইক্লোন’ এ পরিণত হয়েছে।
সুপার সাইক্লোন আমফান সাগর থেকে উপকূলের বেশ কাছাকাছি চলে এসেছে।
বুধবার বিকাল বা সন্ধার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত অঞ্চলে আঘাত হানতে পারে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
২০০৪ সালে থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল। ‘আমফান’ মানে আকাশ।
AccuWeather এর তথ্যমতে ১৯৯৯ সালের ওড়িস্যা ঘূর্ণিঝড়ের পরে, বঙ্গোপসাগরে এটিই প্রথম ‘সুপার সাইক্লোন’।
পৃথিবীর ইতিহাসে ৫ম প্রাণঘাতী ‘১৯৯১ বাংলাদেশ ঘূর্নিঝড়’ একই গতিপথ অনুসরণ করেছিল। সেই ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ প্রাণ হারায়।
২০০০ সাল থেকে ঝড়ের নামকরণের জন্য বিশেষ নিয়মে তালিকা তৈরী হয়। তালিকা অনুসারে আমফানের পরবর্তী ঝড়ের নাম হবে ‘নিস্বর্গ’। এই নাম দিয়েছে বাংলাদেশ।
সাধারণ মানুষের সুবিধার জন্য ঘূর্ণিঝড়ের নামকরণের সূত্রপাত ঘটে। ঘূর্ণিঝড়ের নাম থাকলে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের তাকে চিহ্নিত করতে সুবিধা হয়। তাছাড়া কখনো একসঙ্গে একাধিক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তখনও নামকরণের ফলে ঝড়কে চিহ্নিত করতে সুবিধা হয়। গোটা বিশ্বে ১১টি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে।
cyclone amphan,amphan cyclone,cyclone amphan updates,amphan super cyclone,super cyclone amphan,cyclone amphan update,cyclone amphan latest news,cyclone,amphan cyclone news,amphan,amphan cyclone update,cyclone amphan news,cyclone amphan speed,cyclone amphan odisha,cyclone amphan live updates,cyclone amphan near indian coast,super cyclone,cyclone amphan india,amphan cyclone tracker,amphan cyclone west bengal,cyclone amphan update in hindi,cyclonic storm amphan,amphan cyclone speed
ঘূর্ণিঝড় আমফান,আম্ফান ঘূর্ণিঝড়,আমফান,ঘূর্ণিঝড় আমফান,ঘূর্ণিঝড়,আমফান ঘূর্ণিঝড়,আমফান ঘূর্ণিঝড় খবর,ঘূর্ণিঝড় ‘আমফান’,ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান,আসছে ঘূর্ণিঝড় আম্ফান,ঘূর্ণিঝড় আম্পান,আম্ফান ঘূর্ণিঝড় এর খবর,আম্মান ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় আম্ফান,আম্ফান ঘূর্ণিঝড় আসছে ওড়িষা ও পশ্চিমবঙ্গে,ঘূর্ণিঝড় আমফান লাইভ,ঘূর্ণিঝড় আম্ফান,আমফান ঘূর্ণিঝড় এর খবর,লাইভ আপডেট আমফান ঘূর্ণিঝড়,উচ্চারণ আমফান নয় উম্পুন ঘূর্ণিঝড়,আম্ফান ঘূর্ণিঝড় কোথায় আছে,আম্মান ঘূর্ণিঝড় live,আম্ফান ঘূর্ণিঝড় এর সতর্কতা
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান । দেখে নিন ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান
#amphan #amphancyclone #AmphanCyclone #AmphanUpdate #CyclonicStormAMPHAN #CycloneAmphanUpdate
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: