এসো মালক্ষী বসো ঘরে💥সন্ধ্যা মুখার্জী
Автор: BIPLAB ACHARYYA
Загружено: 2025-10-05
Просмотров: 1008
Описание:
🏡কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে করুন এই কাজ, ইচ্ছেপূরণ হবে🏡
একদিন পর, ৬ অক্টোবর পালিত হবে শারদ পূর্ণিমা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। ধর্মীয় মতে, এই দিন রাতের চাঁদ থাকে পৃথিবীর সবচেয়ে কাছে। তাই এই রাতের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, পুরাণ মতে, এই রাতের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবানের মহারাস ও দেবী লক্ষ্মীর আবির্ভাবের কাহিনি।
শাস্ত্র বলে, শারদ পূর্ণিমার রাতেই বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে মহারাস লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয়, কৃষ্ণ তখন তাঁর লীলার জন্য একাধিক রূপ ধারণ করেছিলেন। এই রসলীলা শুধু এক অভিনব নৃত্যই নয়, প্রেম, ভক্তি ও আত্মিক আনন্দের এক অপূর্ব প্রতীক।
এ রাতেই সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন দেবী লক্ষ্মী। পুরাণ অনুযায়ী, দেবী লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে এই রাতে ভ্রমণ করেন ধরাধামে। তাই শারদ পূর্ণিমার রাতকে ধন, সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবীর আরাধনার বিশেষ সময় হিসেবে ধরা হয়। ঘরে সুখ-সমৃদ্ধি আসুক, এই কামনায় অনেকেই এ দিন ব্রত পালন করেন ও ঘরের দরজায় প্রদীপ জ্বেলে দেবীকে আহ্বান জানান।
এই পূর্ণিমায় রয়েছে আরও এক জনপ্রিয় রীতি। বহু মানুষ এই রাতে খোলা আকাশের নীচে পায়েস রেখে দেন। বিশ্বাস, এই রাতে চাঁদের আলোয় থাকে অমৃতের ছোঁয়া। সেই আলোয় রাখা পায়েস খেলে শরীর থাকে সুস্থ, আর বাড়িতে আসে দেবীর কৃপা। বলা হয়, এতে পরিবারে রোগভোগ দূরে থাকে এবং সৌভাগ্য বাড়ে।
শুধু গৃহস্থ নয়, বহু জায়গায় অবিবাহিত কন্যারাও সূর্য ও চন্দ্রদেবের পূজা করেন এই দিনে। তাঁদের বিশ্বাস, এতে ভবিষ্যৎ জীবনে শুভ ফল পাওয়া যায়। সব মিলিয়ে, শারদ পূর্ণিমা শুধুই কোনও জ্যোতির্বৈজ্ঞানিক বা ধর্মীয় ঘটনা নয়, বরং এটি ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের এক গাঢ় অনুষঙ্গ।
🏡কোজাগরী পূজার ধন ও যশ বৃদ্ধির জন্য কিছু জ্যোতিষিক টোটকা🏡
১. ভালো করে লক্ষীর চরণ আঁকবেন ও আলপনা দেবেন। কোনো কোলাহল ও বাদ্য যন্ত্র বাজাবেন না।
২. একটি পদ্ম পাতায় লাল শালুক, একটি কড়ি, ১ টি পান, সুপারি, স্বর্ণ ও রৌপ একটি কয়েন রাখবেন।
৩. দুটি পদ্ম একটি ঘটে আর একটি মা লক্ষীর হাতে দেবেন।
৪. উপবাস রাখতে পারেন না পারলে ডালিয়া, শাবু ইত্যাদি খাবেন । অন্ন খাবেন না।
৫. পূজা করার ভালো সময় গোধূলি অর্থাৎ সূর্যাস্তের পর থেকে ২ ঘন্টা পর্যন্ত ৫.৫০ থেকে ৭.৫০ পর্যন্ত।
৭. পূজার বীজমন্ত্র
মন্ত্র :শ্রীং লক্ষী দেবৈই নমঃ ২৮ বার
লাং ইন্দ্রায় নমঃ ১৮ বার
ইং কুবেরায় নমঃ ১০ বার
ঔঁ নমঃ নারায়ণায় শ্রীবীষ্ণবে নমঃ ১ বার
🍂🍂লক্ষী পুজোর যা কিছু করা নিষিদ্ধ🍂🍂
লক্ষ্মীপূজায় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়। তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান।লক্ষ্মীপূজায় ঘণ্টা বাজাতে নেই। লক্ষ্মীকে তুলসীপাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়। লক্ষ্মীপূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যেকরে নেওয়াই ভাল। পূজার পর ব্রতকথা পাঠ করতে হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: