🕋 কাবা ঘরে হাজারো মুসলিমের একসাথে সেজদার দৃশ্য
Автор: sr islam
Загружено: 2025-08-22
Просмотров: 12
Описание:
🕋✨ কাবা ঘরে স্বামী-স্ত্রীর একসাথে হজ পালনের মুহূর্ত ✨🕋
আল্লাহর ঘর কাবা শরীফে একসাথে হজ পালন করা প্রতিটি মুসলিম দম্পতির জন্য জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। স্বামী-স্ত্রী যখন একসাথে হজের ইবাদতে অংশগ্রহণ করেন, তখন তা শুধু দাম্পত্য জীবনের বন্ধনকেই দৃঢ় করে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁদের ভালোবাসাকে আরও পাকাপোক্ত করে।
এই পবিত্র সফরে স্বামী-স্ত্রী একসাথে ইহরাম বেঁধে, তাওয়াফ করে, মক্কা-মদিনার মাটিতে হাঁটে—সেই দৃশ্য সত্যিই অনন্য। এখানে দেখা যাচ্ছে দম্পতি একসাথে দোয়া করছে, মনের ভেতরের সব পাপ মোচন করার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। 🌙
👉 হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।
👉 এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়।
👉 যারা স্বামী-স্ত্রী একসাথে হজের সুযোগ পান, তারা দুনিয়া ও আখিরাতে বিশেষ রহমতের অধিকারী হন।
🕌 আসুন, আমরা সবাই দোয়া করি—আল্লাহ যেন আমাদেরও স্বামী/স্ত্রীসহ হজ করার তৌফিক দান করেন। 🤲
#হজ #কাবা #মক্কা #ইসলামিকভিডিও #আল্লাহ
মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে হাজারো মানুষ একসাথে নামাজ পড়ছে ও আল্লাহর দরবারে সেজদায় মাথা রাখছে। এসময় মানুষের পা পিছনের দিকে বের হয়ে থাকে আর তাঁদের দেহভঙ্গি আল্লাহর প্রতি পূর্ণ বিনয় ও আনুগত্য প্রকাশ করে। 🌙
এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়—
👉 মানুষ যত বড়ই হোক, আল্লাহর সামনে সবার মাথা নিচু হয়।
👉 সেজদা হচ্ছে দোয়ার সবচেয়ে কাছের মুহূর্ত, যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে।
👉 কাবা ঘরে একসাথে লাখো মুসলিমের সেজদার দৃশ্য দুনিয়ার সবচেয়ে শান্তির ও হৃদয়স্পর্শী দৃশ্য।
🕌 আসুন আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরও জীবনে কাবা শরীফে গিয়ে সেজদা করার তৌফিক দান করেন। 🤲
#কাবা #হজ #সেজদা #ইসলামিকভিডিও #মক্কা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: