রামাদানের মাসলা মাসায়েল || পর্ব ০৩ || বিষয়ঃ সিয়াম/রোজা এর নিয়ত কি ভাবে করবো?
Автор: Adel Media
Загружено: 2019-05-06
Просмотров: 53
Описание:
রামাদানের মাসলা মাসায়েল || পর্ব ০৩ ||
বিষয়ঃ সিয়াম/রোজা এর নিয়ত কি ভাবে করবো?
নিয়্যাতের অর্থ বর্ণনা করতে গিয়ে বুখারী শরিফের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়েছে:
النية هي قصد القلب ولا يجب التلفظ بما في القلب في شيء من العبادات إلا في النسك فإن النبي كان يذكر نسكه في تلبيته فيقول لبيك عمرة وحجة (إتحاف القاري بدرر البخاري ص: ৭)
অর্থ: “নিয়্যাত বলা হয় ‘মনের ইচ্ছা, সংকল্প ও প্রতিজ্ঞা করাকে।’ হজ্জ ছাড়া কোন ইবাদতের ক্ষেত্রে নিয়্যাত মুখে উচ্চারণ করা জরুরী নয়। শুধুমাত্র হজ্জের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা:) তালবিয়ার সাথে ‘লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জাতান’ বলে মনের ইচ্ছাকে মুখেও প্রকাশ করেছেন।”
ফিকহুস সুন্নাহ নামক গ্রন্থে নিয়্যাতের সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে:
النية هي القصد الي الفعل امتثالا لامر الله تعالي و طلبا لوجهه الكريم
অর্থ: “আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে তাঁরই সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে কোন কাজ করার দৃঢ় সংকল্প করা।”
আমাদের দেশে সাধারণ মুসলমানদের মধ্যে অর্থ না জেনে ‘নিয়্যাত মুখস্ত করার’ যে প্রবণতা লক্ষ্য করা যায় তা একটি ‘প্রচলিত বিদ‘আত’। কেননা নিয়্যাত যেহেতু মনের সংকল্প তাই এর সাথে মুখের উচ্চারণের কোন সম্পর্ক নেই। কাজেই যদি কোন ব্যক্তি ভোর রাতে উঠে সিয়ামের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের আশায় সাহ্রী খায় তাতেই তার নিয়্যাত শুদ্ধ হয়ে যাবে। এমনিভাবে যদি কেউ সাহরী নাও খায় কিন্তু মনে মনে নিয়্যাত করে নেয় তাতেও নিয়্যাত শুদ্ধ হয়ে যাবে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: