না পরকীয়া না প্রেম । কবিতা রবীন আহসান। আবৃত্তি নাজমুল আহসান Poetry by Robin Ahsan
Автор: februarybd
Загружено: 2024-12-09
Просмотров: 83
Описание:
না পরকীয়া না প্রেম !!!
রবীন আহসান
সে আমার কেউ নয়!
আমিও তার কেউ নই !
তবু মাঝে মাঝে আমরা
দু'জনে আড্ডা জমাই!
দুপুরে এক সাথে হোটেলে খাই
বিকেলে রিকসায় ঘুড়ি
সন্ধ্যায় তাকে বাড়ির পথে পৌঁছে দেই...
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
মনে হয় কত শতাব্দি চিনি !
মনে হয় কত বছর আগে থেকে সে বইমেলায় আসত!
কোমরে অদ্ভূত শাড়ির ভাজ
বাতাসে উড়তে থাকা আঁচল
কপাল বেয়ে উড়ে বেড়ান চুল
ঠোঁটের উপর রাখা মোনালিসা হাসি
কাজল করা চোখে দুষ্টমি না কান্না!
বুঝি না মাঝে মাঝে...
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
অনেক দিনের চেনা
তবু আমরা এক বিকেলে
হঠাৎ করেই প্রেমে পড়ে ছিলাম
প্রেমে পড়ে ছিলাম
প্রেমে পড়ে ছিলাম
আবহাওয়া অফিসের রাডার ও
সেই ঝড়ের দিক চিহ্ন চিনতে পারেনি!!!
তারপর বিকেল আসলেই
তাকে দেখার নেশা চেপে বসত আমার!
ফোনের এপ্রান্ত থেকে ওপ্রান্ত
ইনবক্স থেকে চোখে চোখে শতাব্দির কত প্রেমের কবিতা পাঠ...
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
কত কত সভা-মিছিলে আসতো সে
কোন দিন কথা হয়নি! চোখে চোখ পড়াও নয়!
এক বিকেলে সে মুখ খোলে
-চলেন চা খাই কোথাও বসে!
তার পর আমার জ্বর!!
তার পায়ে ব্যাথা!!
একজনের জ্বর নিয়ে মানুষের এত টেনশন করতে পারে!
জ্বর একটা অসুখ হোল!!!
তার পায়ের ব্যথাটা সত্যি সত্যি অসুখ।
আমার ইচ্ছে হয় তার পায়ের পাশে বসে থাকি!
অষুধ খাইয়ে দেই
গরম পানির জলপট্টি বেঁধে দেই পায়ে...
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
তবু কোন কোন দিন হুটহাট চলে আসে সে
আমরা এক সাথে গরম ভাত খাই
সে কফি খায় খুব
কফি খেতে খেতে সে বলে ওঠে
-সংসার খুব মায়ার ভাঙতে ইচ্ছে হয়না...
আমিত সংসার গড়িনি তাই ভাঙনের কথা শুনলেই ভয় হয়!
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
তবুও তার অসুখ হলে আমার বুকে বথ্যা ভর করে
দু'চোখের জল টপ টপ করে পড়তে থাকে!
তার অসুখ হলে শহরে সকাল এলো কি এলো না
দুপুর এলো কি এলো না
সন্ধ্যা নামলো কি নামলো না
কোন দিকেই আমার খেয়াল থাকেনা...
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
বুকের ভিতরে শতাব্দির সব ব্যথা জড় হয়
কি অদ্ভূত! কি অপচয়!
তাকে ছাড়া কোন সকাল কোন দুপুর
কোন বৃষ্টি নামা সন্ধ্যা-কোন গভীর রাত আমি ভাবতেই পারিনা!!!
সে আমার কেউ নয়
আমিও তার কেউ নই !
দু'জনেই বয়ে বেড়াই এক অপচয়ের প্রেম কাহিনী...
সে আমার কবিতা
আমিও তার কবিতা
কবিতা সব সময় দুঃখি হয়
কবিরা আমৃত্যু অসুখী...
১৭/০৭/২০১৮
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: