First Planned Residential Area in Dhaka || ঢাকার প্রথম আবাসিক এলাকা || Dhaka Bangladesh
Автор: Abu Taleb Robi
Загружено: 2025-10-02
Просмотров: 969
Описание:
আজকের ঢাকা আমাদের চোখে ধরা দেয় এক আধুনিক নগরী হিসেবে—যেখানে গড়ে উঠেছে অসংখ্য অভিজাত আবাসিক এলাকা। গুলশান, বনানী, বারিধারা কিংবা বসুন্ধরা—এসব নাম আজ সবার কাছেই পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতসব আধুনিক এলাকার ভিড়ে কখনো কি ভেবে দেখেছেন, ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা কোনটি ছিল?
ইতিহাসের পাতা উল্টালে আমরা খুঁজে পাই ওয়ারীকে—যেখান থেকেই শুরু হয়েছিল ঢাকার আধুনিক আবাসিক জীবনের পথচলা। ১৮৮৪ সালে ব্রিটিশ রাজস্ব প্রশাসক ফ্রেডরিক ওয়্যার এই এলাকার উন্নয়ন কাজ শুরু করেন। লাল সুরকির রাস্তা, দু’পাশে ড্রেন, ওভারহেড ট্যাংক, বাগান ও খেলার মাঠ—সবকিছু মিলিয়ে ওয়ারী হয়ে উঠেছিল ঢাকার প্রথম পরিকল্পিত রেসিডেনশিয়াল এরিয়া।
এক সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিজাত বসতি হিসেবে পরিচিত হলেও, সময়ের সাথে সাথে ওয়ারী তার জৌলুস হারিয়েছে। তবুও আজও টিপু সুলতান রোড, র্যানকিন স্ট্রিট কিংবা বলধা গার্ডেনে হাঁটলে সেই অতীতের ছোঁয়া পাওয়া যায়।
👉 এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ারী শুধু ঢাকার প্রথম আবাসিক এলাকা হিসেবেই নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের ভাণ্ডার হিসেবে আজও বেঁচে আছে।
#ঢাকা #ওয়ারী #পুরানঢাকা #DhakaHistory #ResidentialArea #OldDhaka #ঢাকা #ওয়ারী #পুরানঢাকা #OldDhaka #DhakaHistory #DhakaCity #DhakaTour #DhakaVlog #HistoricalDhaka #ResidentialArea #PlannedResidentialArea #ঢাকারপ্রথমআবাসিকএলাকা #BaldhaGarden #TipuSultanRoad #RankinStree #HistoricPlacesInDhaka #DhakaHeritage #DhakaCulture #DhakaStreets #DhakaArchitecture #UrbanHistory #CityOfDhaka #DhakaLifestyle #DhakaStories #HeritageDhaka #HistoricWari #DhakaTravel #TravelDhaka
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: