আল্লাহ আমাদের মাফ করুন 🤲❤️ আল্লাহ ভালো জানেন মেয়েরা কি পোশাক পরলে পর্দা হবে”
Автор: নূর আল-কোরআন
Загружено: 2025-09-14
Просмотров: 1452
Описание:
আল্লাহ ভালো জানেন মেয়েরা কি পোশাক পরলে পর্দা হবে” — এ ধরনের কথা সাধারণত বক্তারা বলেন এই অর্থে যে, পর্দার আসল নির্দেশনা কুরআন ও হাদিসেই নির্ধারিত আছে, মানুষ নিজের মত করে সেটা বানায় না।
আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ তাঁর বক্তব্যে বারবার বলেছেন—
পর্দার মূল শর্ত হলো শরীর ঢেকে রাখা, যেন দেহের গঠন ফুটে না ওঠে এবং কাপড় স্বচ্ছ না হয়।
এমন পোশাক হবে যাতে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ না করে।
চেহারা ও হাত সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে, তবে অধিকাংশই বলেন বাইরে বের হলে চেহারাও ঢেকে রাখা উত্তম।
শেষ পর্যন্ত আল্লাহই সর্বাধিক জানেন কোনটা শুদ্ধ পর্দা, আর বান্দা হিসেবে আমাদের চেষ্টা করতে হবে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে।
👉 তাই “আল্লাহ ভালো জানেন” বলতে তিনি বোঝান—আসল মাপকাঠি আমাদের ধারণা নয়, বরং আল্লাহর বর্ণিত শরীয়ত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: