বেলিয়াতোড় থানার উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবির
Автор: News Bengal 365
Загружено: 2025-08-02
Просмотров: 31
Описание:
বেলিয়াতোড় থানার উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবির
নিউজ বেঙ্গল 365, বেলিয়াতোড়: "রক্ত যদি দিতেই হয় তাহলে ব্লাড ব্যাঙ্ক বা রক্তদান শিবিরগুলিতে গিয়ে দিন। অযথা বেপরোয়া বাইক বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রক্ত ঝরাবেন না।" বাঁকুড়া জেলা পুলিশের এই স্লোগান দিয়ে 'উৎসর্গ' শিরোনামে ধারাবাহিক রক্তদান কর্মসূচি চলছে । সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বড়জোড়া সুপার স্প্যােশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বেলিয়াতোড় থানার আয়োজনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এদিন সকাল থেকে থানা প্রাঙ্গণ ভরে ওঠে স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের ভীড়ে। রক্তদাতাদের উৎসাহ দিতে জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
'সেফ ড্রাইভ সেভ লাইফ" এর বার্তা দিয়ে বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, 'রক্তদান শুধু মানবতার সেবা নয়, এটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহৎ পদক্ষেপ। নিয়মিত রক্তদান কর্মসূচি চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও বেশি মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ'। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের এই উদ্যোগ থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাসপাতালের প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাচ্ছে। অন্যদিকে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন হচ্ছে। বেলিয়াতোড় থানার ওসি বলদেব পাত্র বলেন, 'এদিন পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় বাসিন্দারা মিলে ১০০'র বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন'।
#newsbengal365 #newsbengal365official #bankuranews #Bankuradistrict #bankuradiaries #Bankura #Barjora #followers #highlights #beliatoreps #bankurapolice #SafeDriveSaveLife
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: