Mathabhanga River ( মাথাভাঙ্গা নদী ) I বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
Автор: ঝিঙ্গে ফুল (জানা অজানা )
Загружено: 2024-09-14
Просмотров: 627
Описание:
মাথাভাঙ্গা,ইছামতি,চূর্ণী।
কৃষ্ণগঞ্জ, মাজদিয়া, রানাঘাট, বনগাঁ, বসিরহাট, টাকি।
বাংলাদেশ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পদ্মানদী, # ভারত বাংলাদেশ সীমান্ত।
মাথাভাঙ্গা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য ১২১ কিলোমিটার, প্রস্থ ২৯ মিটার এবং দর্শনার নিকট গভীরতা ১০ মিটার। নদী অববাহিকার আয়তন ৫০০ বর্গকিলোমিটার। সাধারণত এই নদীর তীর উপচে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় না। নদীটি জোয়ার-ভাটার প্রভাবমুক্ত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মাথাভাঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী।
মাথাভাঙ্গা নদীটি উৎপত্তিস্থল থেকে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা পেরিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ইছামতি-কালিন্দী নদীতে নিপতিত হয়েছে। বর্তমানে নদীটি জোয়ার ভাটার প্রভাবমুক্ত I
দেশভাগের সময় ভারত বাংলাদেশ এর সীমানা মাথাভাঙ্গা নদী কে ব্যবহার করা হয়েছে I
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: