শাপলা বিল সাতলা যাবেন কিভাবে | Shapla Bill Satla Barishal | Water Lily | Barishal Tour |
Автор: Maturam
Загружено: 2024-09-13
Просмотров: 4500
Описание:
শাপলার রাজ্য সাতলা বিল বরিশাল থেকে ঘুরে আসার এখনই সময় । সাতলা বিলের কাছেই রয়েছে কুড়ালিয়া বিল, বাঘধা বিল । এ অঞ্চলে বর্ষা সিজনে ঢুকলেই চোখে পড়বে দারুন প্রকৃতি সেই সাথে শাপলার সৌন্দর্য ।
#শাপলাবিল #shaplabill #viralvideo #beautifulbangladesh
বন্ধুরা দেখে আসতে পারেন লাল শাপলা রাজ্য সাতলা বিল। যেটা বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা ইউনিয়নে। ক্ষেত ভরা অনিন্দ্য সুন্দর শাপলা আচ্ছাদিত জমির পর জমি। দেখতে বড় ভালো লাগে, আপনি এখানে আসতে ছেলে খুব ভোরে আসতে হবে। কেননা সূর্যের আলো পেলে শাপলা ফুল বুঝে যায় এবং এর সৌন্দর্য কমে যায়। আপনি যদি ঢাকা থেকে লঞ্চে করে বরিশালে আসেন তবে ভোরবেলা নেমে একটা সিএনজি নিবেন, যার ভাড়া করবে ৮০০ থেকে ১০০০ টাকার মত আর আপনি যদি যাওয়া আসা ঠিক করেন তবে বারোশো থেকে পনেরশো টাকা লাগবে, যদি গাড়িতে আসেন তবে ঢাকা থেকে এসে বরিশালের সানুহার স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো বা ভ্যান ধরে পাখার রাস্তা ধরে, সাতলা ইউনিয়নে চলে আসবেন, এ রাস্তা খুবই ভালো তবে বাস চলে না, অটো এবং ভ্যান চলে। এখানে কোন থাকার জায়গা নেই, অর্থাৎ সকালে দেখে সকাল সকাল চলে আসাই উত্তম। তবে বিলের সৌন্দর্য দেখার জন্য আপনি দু'দণ্ড থাকতে পারেন, এবং এবং এই সাতলা গ্রামের জীবন প্রণালী দেখার জন্য কিছুক্ষণ এখানে থেকে যেতে পারেন। আপনি যদি এখানে খাওয়া-দাওয়া করতে চান তবে এখানে কোন হোটেল নেই। তবে পর্যাপ্ত চায়ের দোকান রয়েছে, আর যদি আপনি দুপুরে লাঞ্চ করতে চান তবে এদের সাথে কথা বললে ব্যবস্থা করে দিবে, যেমনটি আমাকে বলেছে। এই শাপলা দেখার জন্য কয়েকটি স্পট রয়েছে। অর্থাৎ রাস্তার দুধারেই স্পট রয়েছে। পূর্ব শাপলা ও পশ্চিম শাতলার মধ্যে আমরা রয়েছি এটা হল মন্ডলবাড়ী এরিয়া, এখানের ঘাট থেকে আমরা একটা নৌকা নিয়েছি আমাদের নৌকার ভাড়া পড়েছে 5০০ টাকার মতন। আর আপনি যদি ওঝা বাড়ি থেকে ওঠেন তবে তাদের নখগুলো একটু বড় এবং সাজানো যে কারণে তারা টাকা একটু বেশি নিয়ে থাকে ৫০০ থেকে 10০০ টাকা দাবি করে। আপনি একটু দরদাম করে নেবেন তবে 5০০ থেকে 800.০০ টাকার ভিতর পেয়ে যাবেন। এই আনন্দ সুন্দর সকাল দেখতে কার না ভালো লাগে
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর বন্ধুরা কোন পরামর্শ থাকলে কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো সেই সাথে কোন ভুল তথ্য দিয়ে থাকলে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুবই ভালো লাগবে আমরা একসাথে দেখব সারা বিশ্ব। মাঝির নাম্বার – ০১৯৫৫৯৬৭০৬৩
Facebook Link : / maturam
My Another Channel : / @anussarart3
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: