মহিউদ্দিন মহি ভাই। যুগ্ম সাধারন সম্পাদক। বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
Автор: SAJU Dada
Загружено: 2017-10-29
Просмотров: 392
Описание:
আবেগপ্লাপুত হয়ে :--- শেখ হাসিনার জন্নে যে নিবেদিত প্রান। নিজের আয়ু দেওয়ার কোন ব্যবস্থো থাকলে নিজর আয়ু মহি ভাই দিয়ে দিতেন জননেত্রী শেখ হাসিনাকে।কতটুকু শ্রদ্ধাভক্তি ভালোবাসা থাকলে একজন কর্মি তার মনের বহিপ্রকাশে চোখের পানি চলে আসে।
আওয়ামীলীগ সংগঠনই একটি পরিবার। যা আমরা আওয়ামী পরিবার বলে থাকি। আর এই আওয়ামী পরিবারের জন্নে কতটা নিবেদিত প্রাণ হলে - একজন নেতা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রানপ্রিয় নেত্রী জননেত্রী --
শেখ হাসিনার জন্নে- প্রতিনিয়তই সাফল্য কামনায়-
চিন্তা চেতনায় দোয়া প্রত্যাশা তো করেন-ই /
তার সাথে নেত্রীর জন্নে হৃদয়নিংড়ানো ভালবাসা যে
জমিয়ে রেখে অন্তরের অন্তস্থঃতলে লালন / পালন করতে করতে আবেগে আপ্লুত হয়ে বুকভরা কস্টের কথা গুলো বললেন - যা আমরা এই একজীবনে রাজনৈতিক কোন নেতার মুখে শুনবো কিনা অবিশ্বাস্য ও অনাকাংখীতই বলবো। একজন নেতা যে রাজনিতি করতে গিয়ে, নিজের জীবনের বিনিময়ে, রাজনৈতিক দলের প্রধান ও যার আদর্শের প্রতি, যার দেশ প্রেমের প্রতি শ্রদ্ধা দে্খে - সেই নেতার বেঁচে থাকার দোয়ায়,যতদিন আয়ু আছেন বিনিময় যদি করা যেতো তাহলে আল্লাহপাকের দরবারে বলতেন সেই আয়ৃটুকুও শে্খ হাসিনাকে যেন দিয়ে দেন। স্থম্ভিত হয়ে গেলাম,
নেতার ভালবাসা দেখে, আন্তরিকতাপুর্ন
এমন ন্বিস্বার্থ ভালবাসা দেখে।
আমরা আমাদের নেতা মহি ভাইয়ের, মুখে,
এমন আবেগময় কথা কেন --- তাহলে শুনুন।
যখন শুনলাম উনি নিজের আয়ু যদি দিয়ে দেয়া যেত, তাহলে শেখ হাসিনাকে দিয়ে বলতেন, হে নেত্রী আপনি দীর্ঘায়ু হোন, এ জাতি ও দেশের জন্নে আপনার মতো বঙ্গবন্ধুুর কন্যা বেঁচে থাকার প্রয়োজন, যতদিন না সোনার বাংলা গড়তে সফলতা না আসে। কিছু চাওয়া পাওয়ার উর্দ্ধেই যে নেতা উনার আদর্শের নেত্রীর কল্যানে দীর্ঘায়ু কামনার্থে---- এরকম বক্তৃতায় আবেগপ্লাপুত হতে পারেন, আমরা সে নেতার সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।
নেতা এমনই হওয়া উচিত। যার প্রতি ভালবাসা শ্রদ্ধাবোধের কমতি কখনোই কমবে না, বরং দিনে দিনে বাড়বেই।
প্রানপ্রিয় নেতা----
জনাব মহিউদ্দিন মহি ভাই ভাই।
আপনাকে হাজারো সালাম। আমরা ধন্য আপনার মতো নেতার নেতৃত্বে থাকতে পেরে। আমাদের রাজনৈতিক চাওয়া পাওয়া কিছুই নেই। শুধু আপনার ভালোবাসা আর আন্তরিকতাই যেন সারাজীবন পাই, তাহলেই যথেস্ট-।
দেশপ্রেম মানবপ্রেম যার মধ্যে আছে, সে নেতার প্রতি অাল্লাহর অশেষ রহমতও আছেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জয় হোক আদর্শবান নেতার নেতৃত্বের।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: