CrPC Calss No 8 : Search, House Search, Search Warrant তল্লাশী ও তল্লাশী পরোয়ানা (Section 96-105)।
Автор: JONY LAW SCHOOL
Загружено: 2020-06-24
Просмотров: 17793
Описание:
তল্লাশী! ভয়কে করতে হবে জয়! ১৯৯১-২০১৯ পর্যন্ত আগত প্রায় সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজাবেন তার কৌশলগুলো দেখে নিন। তার পাশাপাশি আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন।
তল্লাশী :
‘তল্লাশী’ শব্দের আভিধানিক অর্থ হলো কোন কিছু খোঁজা। কিন্তু আইনে তল্লাশী শব্দটি কিছুটা অন্যভাবে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তল্লাশী বলতে তল্লাশী পরোয়ানাসহ বা তল্লাশী পরোয়ানা ব্যতিত ক্ষমতাসম্পন্ন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট বা অন্য কোন ক্ষমতাসম্পন্ন অফিসার কর্তৃক কোন সন্দিগ্ধ বস্তু, জাল দলিল, জাল নোট, চোরাই মাল, অশ্লীল বই পুস্তক বা আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কোন স্থানে যে অনুসন্ধানমূলক অভিযান সাক্ষীদের সম্মুখে পরিচালনা করা হয় তাকে তল্লাশী বলা হয়।
ফৌ: কা: বি: ৯৪/৯৫/৯৬/৯৮/৯৯-ক/১০০/১০২/১০৩/১০৫/১৬৫/১৬৬ ধারা।
অস্ত্র আইনের ২৫ ধারা, এসিড নিয়ন্ত্রন আইনের ২৫/২৭ ধারাা, পুলিশ আইনের ২৩ ধারা, পিআরবি ২৮০ বিধি।
প্রশ্ন : তল্লাশীর পূর্বে, সময়ে ও পরে করণীয় কি ? অথবা গৃহ তল্লাশীর সময় পুলিশ অফিসারকে কি কি আনুষ্ঠানিকতা পালন করতে হয় ? তল্লাশীর পদ্ধতি আলোচনা করুন।
উত্তর ঃ প্রত্যেকটি তল্লাশী কার্যক্রম বা পদ্ধতি মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে। অর্থাৎ তল্লাশীর পূর্বে, তল্লাশীর সময়ে ও তল্লাশীর পরে কতিপয় কার্যক্রম গ্রহণ করতে হয়। তল্লাশীর পূর্বে, সময়ে ও পরে করণীয় বা তল্লাশীর পদ্ধতি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-
তল্লাশীর পূর্বে করণীয় বা পদ্ধতি :
১। তল্লাশী অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবশ্যই পোশাক পরিধান করতে হবে। পিআরবি ৯৫১ বিধি।
২। তল্লাশী কখন করতে হবে অর্থাৎ দিনে না রাতে তা পূর্বেই ঠিক করে নিতে হবে। ফৌ: কা: বি: ৯৬(২) ধারা। পিআরবি ২৮০ (ঙ) বিধি। ১৮৭৮ সালের আফিম আইনের ১৪ ধারা।
৩। তল্লাশী পরোয়ানা থাকলে তা সাথে নিতে হবে। ফৌ: কা: বি: ৯৬/৯৮/৯৯-ক/১০০ ধারা। ১৮৭৮ সনের অস্ত্র আইনের ২৫ ধারা।
৪। মামলা সংক্রান্ত কাগজপত্র বা উর্ধ্বতন কর্তৃপক্ষে লিখিত আদেশ বা অপর থানা হতে আগত অনুরোধপত্র সাথে নিতে হবে। ফৌ: কা: বি: ১৫৪/১৬৫/১৬৬ ধারা।
৫। তল্লাশীর নিমিত্ত রওনা দেয়ার পূর্বে বিষয়টি অফিসার-ইন-চার্জকে জানাতে হবে। পুলিশ আইনের ২৩ ধারা। পিআরবি ১১৭ বিধি।
৬। বিষয়টি সাধারণ ডায়রীতে লিপিবদ্ধ করে যে স্থান তল্লাশী করা হবে সে স্থানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ফৌ: কা: বি: ১৫৪/১৫৫ ধারা। পিআরবি ৩৭৭ বিধি। পুলিশ আইনের ৪৪ ধারা।
৭। যে স্থান তল্লাশী করা হবে সে স্থানে উপস্থিত হয়ে তা ঘিরে ফেলতে হবে এবং সশস্ত্র পুলিশ দল নিয়োজিত করতে হবে। পিআরবি ১৪৫ বিধি।
৮। তল্লাশী বিষয়টি সাক্ষীদের জানাতে হবে এবং সাক্ষী না পাওয়া গেলে ২/৩ জন স্থানীয় লোকজনকে তলব করতে হবে। ফৌ: কা: বি: ১০৩(১) ধারা। পিআরবি ৪৬৫ বিধি।
৯। যে স্থান তল্লাশী করা হবে সে স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তিকে তল্লাশীর বিষয়টি জানাতে হবে এবং তল্লাশীর অনুমতি নিতে হবে।ফৌ: কা: বি: ১০২(১) ধারা।
১০। অনুমতি না দিলে ফৌ: কা: বি: ৪৮ ধারার ক্ষমতা প্রয়োগ করে দরজা-জানালা ভেঙ্গে প্রবেশ করতে হবে। ফৌ: কা: বি: ১০২(২) ধারা।
১১। উপস্থিত সাক্ষী ও পুলিশ সদস্যদের দেহ তল্লাশী করতে হবে। ফৌ: কা: বি: ১০২(৩) ধারা। পিআরবি ২৮০ (ঘ) বিধি।
তল্লাশীর সময় করণীয় বা পদ্ধতি :
১। যে স্থান তল্লাশী করা হবে তার ভিতরে-বাহিরে যাতে কেউ অযথা প্রবেশ করতে না পারে সে দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। পিআরবি ২৮০ বিধি।
২। তল্লাশী পরোয়ানায় উল্লেখিত বা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশিত জায়গা ব্যতিত অন্য স্থানে তল্লাশী করা যাবে না।ফৌ: কা: বি: ৯৭/১৬৫ ধারা।
৩। মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তির সম্মুখে তল্লাশী করতে হবে। ফৌ: কা: বি: ১০৩(৩) ধারা। পিআরবি ২৮০ বিধি।
৪। মামলার বাদী বা সংবাদ দাতাকে সাথে রাখা যাবে না। পিআরবি ২৮০ বিধি।
৫। কাউকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করতে হবে। ফৌ: কা: বি: ১০২(৩) ধারা।
৬। মহিলাদের দেহ একজন মহিলা দ্বারা তল্লাশী করাতে হবে। ফৌ: কা: বি: ৫২ ধারা।
৭। সাক্ষীদের সাথে রেখে এবং সব কিছু দেখার সুযোগ দিয়ে তল্লাশী করতে হবে। পিআরবি ২৮০ বিধি।
৮। তল্লাশীর সময় অযথা কাউকে হয়রানী করা যাবে না। পিআরবি ২৬০ বিধি।
৯। কেউ যাতে কোন বস্তু লুকিয়ে ফেলতে না পারে বা সরিয়ে ফেলতে না পারে সে দিকে বিশেষ নজর রাখতে হবে। পিআরবি ২৮০(ক) বিধি।
১০। ঘটনার প্রেক্ষিতে আসামী গ্রেফতার করতে হবে। ফৌ: কা: বি: ৫৪ ধারা।
তল্লাশীর পরে করণীয় বা পদ্ধতি :
১। মালামাল পাওয়া গেলে জব্দ তালিকা এবং না পাওয়া গেলে শূন্য জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। ফৌ: কা: বি: ১০৩(২) ধারা। পিআরবি ২৮০ বিধি। বিপি ফরম নং-৪৪, বাংলাদেশ ফরম নং-৫২৭৬
২। প্রাপ্ত মালামালের বা জব্দকৃত মালামালের গায়ে সনাক্তকরণ লেবেল বা চিহ্ন লাগাতে হবে। পিআরবি-২৮০ বিধি।
৩। যে স্থান তল্লাশী করা হয়েছে সে স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি জব্দ তালিকার ০১ কপি চাইলে তাকে দিতে হবে। ফৌ: কা: বি: ১০৩(৩) ধারা। পিআরবি ২৮০ বিধি। ৪। জব্দকৃত যে সকল মালামাল বহন করা না যায় বা সংরক্ষণ করা কঠিন তা জিম্মানামা মুলে জিম্মায় প্রদান করতে হবে। পিআরবি ২৮০ বিধি।
৫। বিষয়টি অফিসার-ইন-চার্জকে জানাতে হবে। ফৌ: কা: বি: ১৬৮ ধারা।
৬। প্রাপ্ত মালামালের বিবরণ সম্পত্তি রেজিস্টার তুলতে হবে। পিআরবি-৩৭৯ বিধি।
৭। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনে জানাতে হবে। পুলিশ আইনের ২৩ ধারা। ফৌ: কা: বি: ১৫০ ধারা। পিআরবি ১২০ বিধি।
৮। বিজ্ঞ আদালতকে প্রতিবেদন আকারে জানাতে হবে এবং আলামত প্রেরণ করতে হবে। পুলিশ আইনের ২৪ ধারা। পিআরবি ২১৩ বিধি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: