ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমন
Автор: BACKPAKERS GANG BD
Загружено: 2020-01-03
Просмотров: 92
Описание:
অল্প সময়ে এবং অল্প জার্নিতে সুন্দর একটি ট্রিপ হতে পারে চাঁদপুরে।
লঞ্চ ভ্রমণ, নদী, খোলা বাতাস, মিনি কক্সবাজার, চাঁদপুরের ইলিশ সব মিলিয়ে খুব ভালো একটা রিফ্রেশমেন্ট টুর হয়ে যাবে।
একদিনের ছুটি কাটাতে যে কেউ চলে যেতে পারেন চাঁদপুর, সময় টা ভালো কাটবে।
যাওয়াঃ সদরঘাট থেকে সকাল ৬/৬:৩০ থেকে এক/আধ ঘন্টা পরপরই লঞ্চ ছাড়ে৷ আমদের ৯:৫০ এর মিতালি লঞ্চে করে যাত্রা শুরু হয়। লঞ্চটির ভেতরের পরিবেশ যথেষ্ট পরিপাটি এবং পরিস্কার সুন্দর।
ভাড়াঃ ডেক- ১০০
চেয়ার- ১৫০
কেবিন- সিঙেল নন এসি ৫০০
ডাবল নন এসি ৮০০
এসি সিঙেল ১০০০
এসি ডাবল ১৫০০
চাঁদপুর ঘাটে পৌঁছাতে সময় লাগে ৩ ঘন্টা। নেমেই ঘাট থেকে ফেরার সিডিউল টা জেনে নিবেন।
ঢাকা থেকে সকালে সদরঘাট থেকে লঞ্চ উঠে ৩ ঘন্টায় পৌঁছে যাবেন চাঁদপুর লঞ্চঘাটে। চাঁদপুর নেমে বড় স্টেশনে রিকশা অথবা অটোতে করে চলে যেতে পারেন চাঁদপুর পর্যটক স্পটে। ভাড়া পড়বে রিকশায় ৩০-৩৫ টাকা, অটো তে একজনের ১০ টাকা। সেখানে পদ্মা নদীর পাড়ে আড্ডা দেয়া,এবং নদীর মোহনা (পদ্মা, মেঘনা, ডাকাতিয়া) উপভোগ করা যায়। সম্ভব হলে নদীতে ঝাপাঝাপি করেও আসতে পারেন।
ড় স্টেশনের মেলা/রাইড নাগোরদোলা উপভোগ করে উঠে যান ট্রলারে। ট্রলার এভেইলেবল থাকে ওখানেই। জনপ্রতি ৭০/- করে (যদিও ঈদ উপলক্ষে ১০০/- করে নিয়েছে)। যাওয়া আসার ফি একবারই দিতে হয় প্রথমে। আসার সময় যতক্ষণ ইচ্ছে সময় কাটিয়ে যেকোনো ট্রলারে ফেরা যায়। অবশ্যই তা বিকেল ৫ঃ৩০ টার মধ্যে।
ত্রি-মোহনা যায়গাটা আসোলেই মিনি কক্সবাজার। খুবই সুন্দর এবং উপভোগ্য ওখানে গিয়ে কেউ হতাশ হবেন না আমার বিশ্বাস। আর বৃষ্টি হলে তো কথাই নেই
রিজাব করে ও জেতে পারেন ভাড়া ৬০০/= নিয়েছিল আমাদের কাছে।
৪/৫/৬/৭ আরো সময়ে লঞ্চ ছাড়ে। ৩ ঘন্টায় চলে আসুন ঢাকার সদরঘাটে।
আরও বিস্তারিত এই লিংকে পাবনে
https://adarbepari.com/informations/c...
music-www.bensound.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: