জাপাকে ২৬ আসন সম্প্রদান, ও. কা. বলছেন, জোট হয়নি সমন্বয় হয়েছে, কৌশল- জনগন কী বোকা? views bangla
Автор: Views Bangla
Загружено: 2023-12-22
Просмотров: 131
Описание:
জাপাকে ২৬ আসন সম্প্রদান, ও. কা. বলছেন, জোট হয়নি সমন্বয় হয়েছে, কৌশল- জনগন কী বোকা? views bangla
জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগের জোট হয়নি, সমন্বয় হয়েছে। এটা নির্বাচনী কৌশল। ১৮ ডিসেম্বর সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন সমঝোতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি। ফলে জোট করার প্রয়োজনীয়তা নেই। জাতীয় পার্টি -জাপার সঙ্গে আওয়ামী লীগের সমন্বয় হয়েছে। এটা নির্বাচনী কৌশল।
জাপার সঙ্গে আসন সমঝোতা হলে প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ থেকে তারা (জাপা) সাপোর্ট (সমর্থন) চেয়েছে। আরও বড় সংখ্যায় আসন চেয়েছিল। আমরা ২৬টি আসনে সমঝোতা করতে পেরেছি। সে জন্য আমরা নৌকা প্রত্যাহার করেছি। বাকি আসনগুলোতে তারা (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিযোগিতা করবে। আসন সমঝোতা নতুন কিছু নয়। ২০১৪ ও ২০১৮-এর নির্বাচনেও এমন সমঝোতা হয়েছিল। তবে এবার আমরা খুব কমই সহযোগিতা করতে পেরেছি।’
জাতীয় পার্টি,জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচন নিয়ে জাতীয় পার্টি,নির্বাচনে কি যাবে জাতীয় পার্টি,২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি,নির্বাচনে জাতীয় পার্টি,জাতীয় পার্টি,নির্বাচন ঘিরে জাতীয় পার্টির নতুন জোট,আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি,নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি,নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে যা বললো জাতীয় পার্টি,আসন্ন নির্বাচনে সিলেকশন নয় ইলেকশন চায় জাতীয় পার্টি,সব গুঞ্জনকে উড়িয়ে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: