**About people who work hard every day** **রোজ খেটে খাওয়া মানুষের কথা**
Автор: Progressive Advertisement
Загружено: 2025-08-07
Просмотров: 177
Описание:
রোজ খেটে খাওয়া মানুষ—এরা হল এই সমাজের স্তম্ভ। সকালবেলা সূর্য ওঠার আগেই কাজের জন্য বেরিয়ে পড়ে তারা। কেউ মুটের কাজ করে, কেউ রাজমিস্ত্রি, কেউ রিকশা চালায়, কেউবা গৃহস্থের বাড়িতে কাজ করে। ঘাম ঝরিয়ে, কষ্ট করে দিনের শেষে সামান্য যা মজুরি পায়, তাই দিয়েই চলে তাদের সংসার। তাদের হাতে নেই ছুটি, নেই আরামের বিছানা, নেই ভবিষ্যতের নিরাপত্তা। তবুও মুখে একটা নির্ভীক হাসি, চোখে স্বপ্ন—নিজের সন্তান যেন ভালো থাকে, পড়াশোনা শিখে বড় কিছু হয়। এই মানুষগুলোর ঘামে ভেজা মাটিতেই গড়ে ওঠে শহর, গ্রাম, রাস্তা, বিল্ডিং। অথচ আমরা তাদের প্রায় ভুলেই যাই। অথচ ওদের কষ্ট, সংগ্রাম, সাহস—সবই আমাদের শেখার মতো।
রোজ খেটে খাওয়া মানুষ মানে লড়াই, মানে আশা, মানে জীবনের আসল ছবি।তাদের সম্মান দাও, শ্রদ্ধা করো—কারণ ওদের কাঁধেই আমাদের সমাজ দাঁড়িয়ে আছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: