অপরের জন্য দোয়া করলে নিজেরই আরো বেশি লাভ || Mizanur Rahman Ajhari || Islamic TV - We work for Islam
Автор: Islamic TV - We Work For Islam
Загружено: 2021-04-19
Просмотров: 1103
Описание:
অপরের জন্য দোয়া করলে নিজেরই আরো বেশি লাভ || Mizanur Rahman Ajhari || Islamic TV - We work for Islam
অপরের জন্য দোয়া করলে নিজেরই আরো বেশি লাভ । এই ভিডিও টিতে মিজানুর রহমান আজহারী হুজুর এই কথাটি বলেছেন। তিনি বলেছেন কারণ আসলে আরেকজনের জন্য যখন দোয়া চাওয়া হয় তখন সেই দোয়া নিজেরই কাজে লাগে, কারণ তখন আল্লাহ দেখেন তার কোনো বান্দা যখন আরেকজনের জিন্য কিছু চায় , তার নিজের কিছু আছে কিনা । যখন আল্লাহ দেখেন বান্দার নিজের নেই, অথচ সে আরেক জনের জন্য চাচ্ছে , তখন আল্লাহ তাকেই প্রথমে দেন । এজন্য অপরের জন্য বেশি করে চাইতে হবে। এতে নিজেরই বেশি লাভ।
#আরেক_জনের_জন্য_দোয়া_করতে_হবে
#অপরের_জন্য_দোয়া_করার_উপকারিতা
#অপরের_জন্য_দোয়া_করলে_নিজেরই_আরো_বেশি_লাভ
#Mizanur_Rahman_Ajhari
#মিজানুর_রহমান_আজহারি
#Islamic_TV_We_work_for_Islam
অন্যের জন্য ও নিজের জন্য যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি
সামাজিক জীবনে মানুষের চলাফেরায় পরস্পরের দেখা-সাক্ষাৎ হয়। দেখা-সাক্ষাতে একে অপরের কাছে দোয়া চায়। কেউ তার নিজের জন্য দোয়া চায়, আবার কেউ বাবা-মা, ছেলে-সন্তান বা আত্মীয়ের জন্য দোয়া চায়।
একবার হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু-এর মা তাঁকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাঁর জন্য দোয়া চাইলেন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় খাদেম-এর জন্য দোয়াও করেছিলেন।
বর্তমান সময়ে যদি কেউ কারো কাছে দোয়া চায় তবে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য করা এ দোয়াটি যথাযথ ও উপযুক্ত। যা সবার জন্য খুবই জরুরি।
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, (একবার) আমার মা আমাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনার এই ছোট খাদেম আনাস। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বলে দোয়া করলেন-
(কেউ দোয়া চাইলে)
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
উচ্চারণ : আল্লাহুম্মাকছির মালুহু ওয়া ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিমা আত্বাইতাহু। (বুখারি ও মুসলিম)
অর্থ : হে আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন। আর আপনি তাকে যা (রিজিক/জীবিকা ও নেয়ামত) দিয়েছেন তাতে বরকত দান করুন।’
হাদিসের অনুকরণে প্রত্যেকেই নিজেদের জন্য এ দোয়াটিও বেশি বেশি করা জরুরি। আর তাহলো-
اَللهُمَّ أكْثِرْ مَالِىْ وَ وَلَدِىْ وَ بَارِكْ لِىْ فِيْمَا أعْطَيْتَنِىْ وَ أطِلْ حَيَاتِىْ عَلَى طَاعَتِكَ وَ اَحْسِنْ عَمَلِىْ وَاغْفِرْلِىْ
উচ্চারণ : আল্লা-হুম্মাকছির মালি, ওয়া ওয়ালাদি, ওয়া বারিকলি ফিমা আত্বায়তানি ওয়া আত্বিল হায়াতি আলা ত্বাআতিকা ওয়া আহসিন আমালি ওয়াগফিরলি।
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার সম্পদ, সন্তান বাড়িয়ে দিন। আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন। আপনার আনুগত্যের ওপর আমার হায়াত বাড়িয়ে দিন। আমার আমল (ইবাদত-বন্দেগি)কে সুন্দর করে দিন এবং আমাকে ক্ষমা করুন।
সুতরাং কেউ কারো কাছে দোয়া চাইলে হাদিসের নির্দেশনা মোতাবেক দোয়া করা। আবার হাদিসের অনুসরণ ও অনুকরণে নিজেদের জন্যও এভাবে দোয়া করাই উত্তম।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী একে অপরের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
মানুষ সাধারণত একে অপরের নিকট দোয়া চায়। একে অপরের কল্যাণ কামনা করে। আর এ দোয়া হলো একটি ইবাদত।
আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) তার উম্মতের জন্য এ রকম দোয়া চাইলে কি দোয়া করবেন, সে দোয়াও বর্ণনা করেছেন।
কেউ কারো কাছে দোয়া চাইলে কি বলবেন বা কি দোয়া করবেন? এমন প্রেক্ষাপটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেন-
হযরত আনাস ইবনু মালিক (রা.) বলেন, ‘আমার মা, আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল (সা.)! আপনার এ ছোট খাদেম আনাস, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (এই দোয়াটি) বললেন-
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﺜِﺮْ ﻣَﺎ ﻟَﻪُ ﻭَ ﻭَﻟَﺪَﻩُ ﻭَ ﺍَﻃِﻞْ ﻋُﻤْﺮَﻩُ ﻭَﺍﻏْﻔِﺮْﻟَﻪُ ﻭَ ﺑَﺎﺭِﻙْ ﻟَﻪُ ﻓِﻴْﻤَﺎ ﺭَﺯَﻗْﺘَﻪُ –
উচ্চারণ : আল্লাহুম্মাকছির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আত্বিল ওমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাক্বতাহু।’
অর্থ : হে আল্লাহ! আপনি তার অর্থ, সন্তান ও বয়স বেশি করে দিন। আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন।’ (সিলসিলা সহিহা)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শেখানো এ দোয়াটির মাধ্যমে দোয়া কামনাকরীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করার তাওফিক দান করুন। আমিন।
আমরা প্রায়শই একজন অপরকে বলে থাকি ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অন্যের জন্য দোয়া করতে ভুলে যাই। কিন্তু আসলে আপনি কি জানেন অন্যের জন্য দোয়া করায় কি পরিমাণ ফজিলত রয়েছে??
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, কোন মুসলিম তার ভাইয়ের অবর্তমানে তার জন্য নেক দুআ করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখনই সে তার ভাইয়ের জন্য নেক দুআ করে, তখনই ফেরেশতা বলেন, ‘আমীন এবং তোমার জন্যও অনুরূপ।”
তাই চলুন আজকে আমরা আজকে থেকে আমরা আমাদের প্রিয় ভাইদের জন্য এই দোয়া করতে থাকি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। এবং নিজেরাও অন্যান্য ভাইদের কাছ থেকে দোয়া চেয়ে নেই।
আর হ্যাঁ আমাদের জন্যও দোয়া করতে ভুলবেন না যেন।
Assalamu Alaikum
Islamic TV- -We work for Islam is the channel to spread Islam, Humanity, love & beauty of Islam.
We work for Islam. The videos posted on this channel are also related to Islam.
If you are a Muslim, If you love Islam, then please Subscribe to our channel and watch our videos.
For any query please contact us - [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: