৩০০কোটি টাকা বিতরণ করতে চান, কে এই কোটিপতি! Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-05-28
Просмотров: 14101
Описание:
উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বিপুল টাকা। সেই টাকাই এখন তাকে স্থির থাকতে দিচ্ছে না। বিপুল ওই টাকা দান করে দিতে চান জার্মানির ফার্মা কোম্পানি বিএএসএফ-এর উত্তরাধিকারী মারলিন এঙ্গেলহর্ন। ওই টাকা যেন, ভালো কাজে লাগে সেজন্য লোক খুঁজছেন তিনি।
জার্মানির বিখ্যাত রাসায়নিক ও ফার্মা কোম্পানি বিএএসএফ প্রতিষ্ঠা করেন ফ্রেডরিক এঙ্গেলহর্ন। তারই নাতনি মারলিন এঙ্গেলহর্ন। বর্তমানে ভিয়েনার বাসিন্দা। উত্তরাধিকার সূত্রে তার হাতে এসেছে দুই কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩শ কোটি টাকা।
ওই বিপুল টাকা তিনি পেয়েছেন তার দাদি এঙ্গেলহর্ন ভেচিয়াতের কাছ থেকে। কিন্তু এই টাকা খরচের কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না মারলিন। বরং বিনা পরিশ্রমের টাকা নিজের জন্য খরচও করতে চান না তিনি, তার ইচ্ছা এ টাকা বিলিয়ে দেয়া।
তাই, মারলিন তৈরি করেছেন গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউসন নামে একটি সংগঠন। এর মাধ্যমে ওই টাকা তিনি যোগ্যদের হাতে তুলে দিতে চান। তবে, এ নিয়ে কী বলছেন মারলিন?
বিপুল সম্পদের মালিক মারলিন জানান, কোনো পরিশ্রম না করেই আমি বিপুল পরিমাণ সম্পদ ও টাকার উত্তরাধিকারী হয়েছি। এই টাকার উপরে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না।
কিভাবে টাকা দেয়া হবে জানতে চাইলে মারলিন জানান, ১০ হাজার জনকে এ উদ্যোগে অংশ নিতে বলা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জানাবেন, তাদেরকে দেয়া টাকা কোন সামাজিক উদ্যোগে ব্যয় করবেন তারা। ওই ১০ হাজার মানুষের মধ্যে থেকে মাত্র ৫০ জনকে বেছে নেয়া হবে। তারাই পরামর্শ দেবেন কিভাবে ওই অর্থ ব্যবহার করা যায়।
ওই ৫০ জনের প্রত্যেককে নিয়ে নিয়মিত বৈঠক করা হবে। প্রতি সপ্তাহে তাদের হাতে দেয়া হবে এক হাজার ২শ ইউরো। ওই টাকা ব্যবহারের ব্যাপারে তারা যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তাদের সেই টাকা ফিরে যাবে এঙ্গেলহর্ন পরিবারের কাছে।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: