Mitthabadi | Kazi Nazrul Islam | মিথ্যাবাদী | কাজী নজরুল ইসলাম | Bangla kobita Abritti
Автор: Ek Muthho Aakash
Загружено: 2025-11-09
Просмотров: 140
Описание:
#kobita #kazi_nazrul_islam #mitthabadi
Poem: Mitthabadi
Poet: Kazi Nazrul Islam
Recitation: Sangita Paul
Music: With You -Everet Almond.mp3
কবিতা: মিথ্যাবাদী
কবি: কাজী নজরুল ইসলাম
আবৃত্তি: সঙ্গীতা পাল
বাংলা কবিতা আবৃত্তি
মিথ্যাবাদী কবিতা
মিথ্যাবাদী কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল কবিতা সমগ্ৰ
সাম্যবাদী কাব্যগ্রন্থ
#banglakobita
#bengali_poem
#mitthabadi_kobita
#kazi_nazrul_islam
#sammybadi
#kobita
#kazinazrulislam
#nazrul
#recitation
#abritti
#sangitapaul
#sangitar_kobita
#ek_muthho_aakash
মিথ্যাবাদী
কাজী নজরুল ইসলাম
মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ?
সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ।
গোটা সত্যটা শুধু তো সত্যকথা বলাতেই নাই,
মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই!
সত্যবাক সে বড়ো কিছু নয়, কজন সত্যবান?
সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ?
অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল,
নীতিবিদ তারা তত বেশি করে সত্য-কথন ছল।
সত্যকামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর –
সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির!
হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে,
তবু তারা বীর – তারা দিল প্রাণ সত্য-রক্ষা তরে।
সত্য লইয়া করিছে ওজন কে উনি মুদির মতো?
মনে মনে ভাবে কী কাজই করিনু আমি সে বিজ্ঞ কত!
বলি ওহে বাপু সত্য-ব্যাপারী, সত্য কি চাল ডাল?
কোথা কয় রতি সত্য কমিল, তাই নিয়ে দেবে গাল!
সত্য মুদির তথ্য –
অমুক বীরের জীবনে কমেছে হুঁহুঁ এতটুকু সত্য!
ও কে আসে বাবা? সত্যেরে তবু এরা মাপে, ও যে গণে।
দশটি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে!
বাটখারা আর রশি নিয়ে এল সত্যের পিসি-মাসি,
মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুণে গুণে বাঁধে খাসি।
বন্ধু, শুনো না কূট-তর্কের যত হাতি ঘোড়া উট,
সত্যনিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: