শিশু খাদ্য বিক্রিতে অনিয়ম যশোরে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
Автор: LokSamaj
Загружено: 2025-12-01
Просмотров: 150
Описание:
যশোর শহরের সিটি প্লাজার সামনে ভোলানাথ স্টোরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ক্ষতিকর চুটিপুটি বিক্রির অপরাধে দোকান মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
পরে একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন ও মূল্য তালিকাবিহীন পণ্য জব্দ করা হয়। সেখানে ক্ষতিকর রঙ মেশানো শিশু খাদ্য (চিপস) উদ্ধার হওয়ায় দোকান মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা পণ্য পৌরসভার ডাস্টবিনে ফেলে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#যশোর #ভোক্তা_অধিকার #শিশুখাদ্য #যশোর_নিউজ #লোকসমাজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: