একজন আওয়ামী পাগল বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলী...
Автор: Rana Khondoker
Загружено: 2022-10-15
Просмотров: 33
Описание:
একজন আওয়ামী পাগল বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলী।
কাল থেকে কালন্তরে সুন্দর এই ধরণীতে তুমি থাকবে, বৃক্ষের সবুজ পাতায়, থাকবে মানবের নিশ্বাসে, নিশ্বাসে।
চল্লিশ বছর ধরে বিরামহীনভাবে বটবৃক্ষ রোপণ করছেন চিরকুমার ইদ্রিস আলী
একজন সাদা মনের মানুষ বা বৃক্ষপ্রেমিক মানুষ হিসেবেই পরিচিত ইদ্রিস আলী। গত চার যুগে লাগিয়েছেন চার শতাধিক বটগাছ। যে পরিমাণ তাল, খেজুর ও অন্যান্য গাছ লাগিয়েছেন তার সংখ্যা প্রায় অর্ধলাখ।
ইতি মধ্যে তিনি পরিচিতি লাভ করেছে সাদা মনের মানুষ,বটবন্ধ, বৃক্ষ প্রেমিক,বা চিরকুমার ইদ্রিস আলী হিসেবে।
বৃক্ষপ্রেমী ইদ্রিস আলী পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা খানের ছেলে। গাছ লাগানো নেশাকে পেশা হিসেবে গ্রহণ করায় তার সঞ্চয় বলতে কিছুই নেই। এজন্য বিয়ে করাও সম্ভব হয়নি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: