Matua_Song
Автор: Matua Mulnivasi Media
Загружено: 2022-08-30
Просмотров: 1946
Описание:
মতুয়া সঙ্গীত ও নৃত্য - আজ প্রাণের ঠাকুর হরিচাঁদ এল মোদের ঘর।
গীতিকার, সুরকার ও কন্ঠ- নির্মল সরকার
পরিচালনায়- বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ (বগুলা, নদীয়া, ভারত)
Matua Sangeet & Dance - Today Thakur Harichand came to my house.
मतूआ संगीत और नृत्य - आज ठाकुर हरिचंद मेरे घर आए।
পুষ্পে-আবিরে হরিচাঁদ বরণ || কথা ও সুর - নির্মল সরকার
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আজ প্রাণের ঠাকুর হরিচাঁদ এল মোদের ঘর।
তোরা শাঁখ বাজা, উলু দে, জয়ধ্বনি কর।।
তোরা আয় সকলে হরিবলে সাজা বরণ-ডালা,
আজ দেখব হরি-শান্তি যুগল মন হল উতলা।
প্রেমানন্দে ভক্তিরসে ভরাবো অন্তর।।
ধুপ, প্রদীপ জ্বেলে দিয়ে অর্ঘ্য সাজাও ঢেলে,
যতন করে ফুলের মালা দাও ঠাকুরের গলে।
ভক্তিভরে মঙ্গল ঘট বসাও আসন পর।।
আজ মনের আঁধার যাবে দূরে ভাবনা কী রে বল?
তাই বাহু তুলে উচ্চৈস্বরে মুখে হরিবল।
আমরা হরিনামে আত্মহারা, হরি প্রাণেশ্বর।।
আজ বাঁধনহারা আনন্দেতে সবাই পুলকিত,
মুখে জয় হরিচাঁদ হরি বলে গাইছে অবিরত।
হরি পতিতপাবন দীন-দয়াময় হরি পরাৎপর।।
আজ ধর্ম-জাতির বিভেদ ভুলে সবাই মিলেছি,
ঐ বর্ণবাদের ভন্ড প্রাচীর ভ্রান্ত জেনেছি।
আমরা সবাই সমান একই মানুষ এই সমাজের পর।।
হৃদাসনে শান্তি-হরি মোদের মাতা-পিতা,
হরিনামে উদ্ধারিব তিনিই মুক্তিদাতা।
হরির চরণতলে নয়ন জলে প্রাণপাত কর।।
ডংকা, কাঁসর, নিশান নিয়ে আয় মতুয়া ভাই,
মা-বোনেরা নেচে নেচে হরিগুণ গায়।
পুষ্পে-আবিরে সবে প্রেমাঞ্জলি কর।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: