ছালিয়াকান্দি চৌধুরী বাড়ি। Chaliakandi Jomidar Bari | Comilla
Автор: Bohemian Faisal
Загружено: 2024-12-14
Просмотров: 689
Описание:
ছালিয়াকান্দী জমিদার বাড়ি স্থানীয় ভাবে এটি চৌধুরী বাড়ি হিসেবেও পরিচিত।স্থাপত্যশৈলীর এক অপরুপ নিদর্শন এই চৌধুরী বাড়ি কিন্তু কালের বিবর্তনে আজ তা ধ্বংসের দ্বারপ্রান্তে।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দিতে অবস্থিত ঐতিহাসিক এই চৌধুরী বাড়ি।
ছালিয়াকান্দি বাজারের পাশেই হিন্দু অধ্যুষিত বিশাল এলাকা।বাজারের পূর্ব পাড় উত্তর থেকে দক্ষিণ পুরো এরিয়ায় হিন্দুদের বাস।এখানে এসেছি ছালিয়াকান্দি চৌধুরী বাড়ি দেখতে,মিনিট পাঁচেক হাঁটার পর পুরো এরিয়া নিস্তব্ধ হয়ে আসছে। চারদিকে ঘন জঙ্গল জনবসতি আছে তবে কম।অবাক করা ব্যাপার হলো পুরো এরিয়াতে আমি ২৮ টি বড় বড় পুকুর গুনেছি।প্রথমে ভাবছিলাম কোন খাল হয়তো বাঁধ দিয়ে দিয়ে এমন করছে।পরবর্তী খেয়াল করলাম প্রায় পুকুরেই সানবাধানো ঘাট আছে
আনুমানিক উনবিংশ শতাব্দীর শেষের দিকে জমিদার রাম কুমার চৌধুরী কর্তৃক কুমিল্লার ছালিয়াকান্দীতে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। যতদুর জানা যায় তিনিই এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা।
এই জমিদার বংশের ইতিহাস খোজ করে যতটুকু জানা যায় জমিদার রাম কুমার চৌধুরী এই বাড়ির গোড়াপত্তন করেন তার ছেলে বৃন্দাবন চৌধরী পরবর্তীতে জমিদারী দেখাশোনা করেন।বৃন্দাবন চৌধুরীর দু ছেলে ছিলো একজনের নাম সত্যপদ চৌধুরী আরেকজন হলেন স্বপন কুমার চৌধুরী। এরা আবার বৃন্দাবন চৌধুরীর দু স্ত্রীর ঘরের দুজন।ভারবর্ষ ভাগ পরবর্তীতে জমিদারী বিলুপ্ত এরপরও চৌধুরী বাড়ির লোকজন এ বাড়িতেই থেকে যান। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী এই বাড়িতে হামলা চালায় ,হামলায় নিহত হয় জমিদার ।স্বপন কুমার চৌধুরীর মৃত্যুর পরও এই বাড়ি আকড়ে রেখেছিলেন পরিবারের বাকি সদস্যরা।পরবর্তীতে স্বপন কুমারের স্ত্রী এই বাড়ি বিক্রি করে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে।স্বপন কুমারের স্ত্রী ছিলেন নবিপুর জমিদার বাড়ির মেয়ে।বাড়ি বিক্রি করে তিনি তার বাপের বাড়িতে চলে যান।
আমার ফেসবুক পেইজঃ / bohemianf
ইতিহাস জানতে সাথেই থাকুন।
ধন্যবাদ
#reel #history #heritage
#bangladesh
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: