উজানী রাজবাড়ী ।Ujani Rajbari.মুকসুদপুর গোপালগঞ্জ।Muksudpur,Gopalgonj👍😀😀😀
Автор: TRAVELLER NAZMUL
Загружено: 2023-03-04
Просмотров: 1255
Описание:
গোপালগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে মুকসুদপুরে অবস্থিত উজানী রাজবাড়ী একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ।কালের বিবর্তনে রাজবাড়ির প্রাচীন শিল্প নিদর্শন গুলো অনেকাংশে হারিয়ে গেছে ।তবে জমিদারি প্রথার সাক্ষী হিসেবে রাজবাড়িটি টিকে থাকলেও যথাযথ সংস্কারের অভাবে এই স্থাপনার সৌন্দর্য বিলুপ্তির পথে। ব্রিটিশ শাসনামলে যশোর জেলা থেকে গোবিন্দ ও সুরনারায়ন নামের দুই জমিদার গোপালগঞ্জের উজানী গ্রামে বসতি স্থাপন করেন ।পরবর্তীতে তারা তেলিহাটি পরগুনার প্রায় ৫০ হেক্টর এলাকা নিয়ে জমিদারি প্রথা চালু করেন এবং জমিদারি কাজের জন্য কয়েকটি দ্বিতল ও ত্রিতল প্রাসাদ নির্মাণ করেন ।সেই পরিকল্পনার অংশ হিসেবে উজানীতে কারুকার্য খচিত জমিদার বাড়ি নির্মাণ করা হয় যা বর্তমানে উজানী রাজবাড়ী হিসেবে পরিচিত। প্রাসাদ ব্যতীত উজানী রাজবাড়িতে আরো আছে বৈঠকখানা পুকুরের ঘাট মঠ ও মন্দির জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে জমিদার ও তাদের উত্তরসুরীরা ভারতে চলে গেলেও সুরনারায়ণের বংশধররা এখনো এই উজানী জমিদার বাড়িতে বসবাস করেন ।তৎকালীন সময়ে উজানে জমিদারের মোট সাতটি জমিদারি ছিল ।বর্তমানে কারুকার্যখচিত উজানী রাজবাড়ির পুরনো পাঁচিল মন্দির ও টেরাকোটা ঘেরা মঠের ছাদ প্রায় ভেঙে গিয়েছে ।এবং জমিদার বাড়ির সাথে অবস্থিত কষ্টিপাথরের কালীমন্দির ও বিশাল দিঘী সংস্কারের অভাবে বিলুপ্তি প্রায়। উজানী জমিদার বাড়ির অদূরে মহাটালী গ্রামে আরেকটি প্রাচীন জমিদার বাড়ি রয়েছে
উজানী রাজবাড়ী,উজানী,উজানী জমিদার বাড়ি,চলে আসলাম উজানীর রাজবাড়ী,রাজবাড়ী,রাজবাড়ী,রাজবাড়ি,উজানীর,উজানী জমিদার বাড়ি,উজানী রাজ বাড়ির দৃশ্য মুকসুদপুর গোপালগঞ্জ,হেমনগর রাজবাড়ি,পুঠিয়া রাজবাড়ি,দুবলহাটি রাজবাড়ি,গোপালগঞ্জ উজানী জমিদার বাড়ি,উজানী জমিদার,দুবলহাটী রাজবাড়ী,নওগাঁর দুবলহাটি রাজবাড়ি,উজানীর মতো চেয়ার ছাড়া ওয়াজ,গোপালগঞ্জ উজানী,উজানির,উজানি জমিদার বাড়ি,গোপালগঞ্জ উজানী জমিদার,
• জাফলং।jaflong vromon। জাফলং ভ্রমণ।jaflong ...
• কালনা সেতু।Kalna Bridge/মধুমতি সেতু।Modhum...
• সিলেট বাণিজ্য মেলা ২০২৩।sylhet Banijjo mel...
• আরিচা ঘাট বাংলাদেশের একটি অন্যতম নৌবন্দর /...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: