স্বরবর্ণের সঠিক উচ্চারণ, প্লুতস্বর, স্বর ও মাত্রার প্রকারভেদ।। Barno, Mattrar.
Автор: নিগম শিক্ষালয়
Загружено: 2022-11-10
Просмотров: 352
Описание:
স্বরবর্ণের সঠিক উচ্চারণ, প্লুতস্বর, স্বর ও মাত্রার প্রকারভেদ।। Swara Barner Sathik Pronunciation, Pluta Swar And Mattrar Prokarbheda. #@Nigamshikalaya #স্বরবর্ণ #প্লুতস্বর
বর্ণ
বর্ণ এর ইংরেজি প্রতিশব্দ হলো letter. এটি মূলত একধরনের চিন্হ বা প্রতীক। যার সাহায্য নিয়ে আমরা আমাদের মনের ভাবমূর্তি প্রকাশ করে থাকি।
অর্থ্যাৎ, মনের ভাব সূক্ষ ও সুন্দরভাবে লিখে প্রকাশ করার জন্য যেই সাংকেতিক চিন্হ বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই বর্ণ বলে।
বর্ণ কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যথা – ১. স্বরবর্ণ ও ২.ব্যঞ্জনবর্ণ ।
🔹 স্বরবর্ণ : স্বরধ্বনির নির্দেশ করার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলে । যেমন – অ, আ্, ই, ঈ প্রভৃতি । বাংলা ভাষায় মোট ১১ টি স্বরবর্ণ রয়েছে , এদের মধ্যে হস্বস্বর ৪ টি এবং দীর্ঘস্বর হল ৭ টি ।
🔹 ব্যঞ্জনবর্ণ : ব্যঞ্জনধ্বনির নির্দেশ করার জন্য যে বর্ন ব্যবহার করা হয় তাকে ব্যঞ্জনবর্ণ বলে । যেমন- ক, খ, গ, ঘ, ঙ প্রভৃতি । বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণর সংখ্যা রয়েছে 39 টি । এর মাঝে প্রকৃত সংখ্যা 35 টি এবং অপ্রকৃত সংখ্যা ৪ টি ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
1. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?
উ: মোট ৩৯ টি যেমন- ক, খ, গ, ঘ, ঙ, ইত্যাদি ।
2.উষ্ম বর্ণ কাকে বলে ?
উ: যে ধ্বনি বা বর্ণ উচ্চারণকালে নিঃশ্বাসের প্রাধান্য লক্ষ্য করা যায় তাকে উষ্ম বর্ণ বলে । যেমন- শ, ষ, স
3. অন্তঃস্থ বর্ণ কাকে বলে ?
উ: স্পর্শ বা উষ্ম ধ্বনি মাঝে যে বর্ণ থাকে তাকে অন্তঃস্থ বর্ণ বলে । যেমন- য, র, ল
4. স্পর্শ বর্ণ কাকে বলে ?
উ: ক থেকে ম যে বর্ণগুলি রয়েছে সেগুলি উচ্চারণের সময় জীবের কোন না কোন অংশের সাথে স্পর্শ হয় তাই এদেশের স্পর্শ বর্ণ বলা হয়
5. স্বরবর্ণ কয় প্রকার ও কি কি ?
উ : দুই প্রকার যথা হ্রস্বস্বর ও দীর্ঘস্বর ।
FB Page:
/ jaygurujaymaa3455
FB ID:
https://www.facebook.com/profile.php?...
FB Page:
/ jagonnath5678
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: