অনার্স এবং ডিগ্রির পার্থক্য || ডিগ্রি করে কি করা যাবে || অনার্সের সুবিধা || ডিগ্রির সুবিধা কি দেখুন
Автор: Bd Study Apps 2
Загружено: 2023-02-21
Просмотров: 1138
Описание:
#degree
#honours
ডিগ্রি আর অনার্স মধ্যে পার্থক্য তো অনেক :
অনার্স সাধারণত ৪ বছরের কোর্স আর জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী ৩ বছরের কোর্স। সার্টিফিকেট ও ভিন্ন হয় চাকরির ক্ষেত্রেও অনার্স ডিগ্রী’র চাহিদা একটু বেশিই বলা যায়। ডিগ্রী পাস কোর্স শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয় অথচ অনার্স কোর্স শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় না।
আর বাংলাদেশে বর্তমানে একটা হিসাব রক্ষক পদের জন্য অনার্স-মাস্টার্স কেই বেশি গুরুত্ব দিচ্ছে,আবার দেখা যায়,কেউ শুধুই অনার্স করেছেন,তাতেও ছোট খাটো কোম্পানীতে কিংবা এমপি ভুক্ত স্কুলে চাকরি হয়ে যায় কিন্তু শুধু ডিগ্রী পাস করলে চাকরি মেলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়,তবে আমি মনে করি কেউ যদি ডিগ্রী করে তাহলে মাস্টার্স না করা পর্যন্ত সেই ডিগ্রী (পাস) এর তেমনটা মূল্যায়ন করে না, তাই আমার দৃষ্টিকোণ থেকে,ডিগ্রী থেকে অনার্স ভালো এইতো ২০১২ সালে বিসিএস পরীক্ষার একজন সারাদেশ ব্যাপী প্রথম স্থান অধিকার করেছিলেন। সেও কিন্তু একজন ডিগ্রীর ছাত্রই। মোট কথা আপনি যেখানেই থাকেন না কেন। মেধা এবং যোগ্যতা দিয়ে ভালো কিছু দেখাতে পারলে প্রত্যেকটা শিক্ষা শাখাই ভালো।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: