মঙ্গল transit তুলারাশি তে ..মেষ লগ্ন ও মেষ রাশি সুবর্ণ সুযোগ🤩🤩🤩
Автор: Astro Diya Sinha
Загружено: 2025-09-11
Просмотров: 291
Описание:
তুলা রাশিতে মঙ্গলের গোচর,
বৃহস্পতি দৃষ্ট মঙ্গল কি ফলাফল দেবেন ১২ টি রাশি লগ্নে ......
আগামী ১৩ ই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন। মঙ্গল অত্যন্ত গুরুত্ব পূর্ন একটি গ্রহ। আমাদের আবাস গ্রহ পৃথিবীর খুব নিকটেই এর অবস্থান। মঙ্গল মানে, শক্তি, উৎসাহ, উৎফুল্লতা আবার শৃংখলা হীন জীবন যাপন করলে মঙ্গল আবার বিধ্বংসী। মানুষকে শৃঙ্খলাবদ্ধ নিয়ম
নিষ্ঠতা শেখাতে চায় মঙ্গল। সহিষ্ণু হতে শেখায় কারণ mythology অনুসারে মঙ্গল সর্বংসহা ধরিত্রী মাতার সন্তান। সুশৃঙ্খল জীবন যাপন করলে মঙ্গল তাকে রক্ষা করে, লক্ষ্যে পৌঁছে দেয় আবার বেহিসাবী জীবন যাপন করলে তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।
যাই হোক মঙ্গল সঞ্চার করছেন তুলা রাশিতে আর মিথুন রাশিতে আছেন বৃহস্পতি। বৃহস্পতির তৃতীয় দৃষ্টি পড়েছে তুলা রাশিতে আর তার ফলে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টিতে। বৃহস্পতির তৃতীয় দৃষ্টি অতিশয় শুভ আর বৃহস্পতি আর মঙ্গল মিত্র গ্রহ। তাই মঙ্গল শমিত থাকবেন।
কিন্তু আগামী ১৮ ই অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন। তার ফলে মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টির মধ্যে থাকবেন না তাই ১৮ থেকে ২৭ শে অক্টোবর পর্যন্ত ( ২৭শে অক্টোবর পর্যন্ত মঙ্গল তুলা রাশিতে অবস্থান করবেন) বেশ কিছু রাশি কে থাকতে হবে সাবধানে ধীরে। বৃহস্পতি দৃষ্ট মঙ্গল কি ফল দেবেন মেষ রাশি ও মেষ লগ্নে: #aries #মেষরাশি #মেষরাশিরদৈনিকরাশিফল #astrodiyasinha
মেষ রাশি ♈ মঙ্গল গোচর
#হঠাৎঅর্থপ্রাপ্তি
#অর্থআকর্ষণ
#টাকাআসারটোটকা
#ধনপ্রাপ্তি
#লক্ষ্মীদেবীরআশীর্বাদ
#MoneyManifestation
#LawOfAttractionবাংলা
#টাকাপাওয়ারউপায়
#WishFulfilment
#অর্থসাফল্য
#MoneyTotka
#ProsperityTips
#ধনদেবীরকৃপা
#সৌভাগ্যআকর্ষণ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: