দাঁত শিরশির বন্ধ করার উপায় How to relief from sensitive teeth pain
Автор: Oral Health With Dr.Sharmeen Zaman
Загружено: 2021-05-15
Просмотров: 257261
Описание:
দাঁতে শিরশির অনুভূতি হয়?কী করবেন?
যদি ঠান্ডা বা গরম কিছু খেলে আপনার দাঁতে ঝিঝি ওঠে বা ব্যথা হয় তাহলে বুঝতে হবে আপনার টুথ সেনসিটিভিটি বা দাঁত শিরশির আছে।
দাঁত শিরশির কি কারণে হয়?
দাঁতে যদি ক্যাভিটি বা গর্ত থাকে,দাঁত ক্ষয়,ভাঙা দাঁত,প্রদাহ,এনামেল ক্ষয় অথবা দাঁতের রুট বা শেকড় যদি বেরিয়ে আসে তবে এমন হতে পারে।
একটি স্বাভাবিক দাঁতের ক্রেউনের উপরের অংশে এনামেল থাকে এবং রুটের উপরের অংশের সিমেন্টাম দিয়ে আবৃত থাকে।ডেন্টিনের ঘনত্ব এনামেল এবং সিমেন্টের তুলনায় একটু কম হয়।এর মধ্যে ডেন্টিনাল টিউবুল নামে অসংখ্য টিউব থাকে যা দাঁতের মজ্জা পর্যন্ত সংযুক্ত থাকে ।যদি কোন কারনে এনামেল বা সিমেন্টাম ক্ষয় হয়ে যায়, ঠান্ডা পানি বা গরম কিছু লাগলে শিরশির অনুভূতি হয় ,একেই বলে হাইপার সেনসিটিভিটি । হাইপার সেনসিটিভিটি চিকিৎসার আগে দেখতে হবে সেনসিটিভিটি এর কারণ কি।
সমাধান
ডিসেনসিটাইজেশন টুথপেস্ট :
বাজারে বেশ কিছু টুথপেস্ট এর মধ্যে কিছু পাওয়া যায় যেগুলোতে পটাসিয়াম নাইট্রেট উপাদানটি যুক্ত করা থাকে। এই পটাসিয়াম নাইট্রেট উপাদানটি ডেন্টিনের টিউবুলের ওপর লাগিয়ে রাখলে ডেন্টিনাল টিউবলের খোলা মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এতে শিরশির অনুভূতি আর হয় না।
ফ্লোরাইড জেল :
জেল ডেন্টিনাল টিউবুলের উপর একটু ঠাণ্ডা অনুভূতি সৃষ্টি করে। যে কারণে সেনসিটিভিটি ট্রান্সমিট করতে পারেনা।
সার্জিক্যাল গাম গ্রাফট
দাঁতের রুটের উপরের অংশে গাম বা পেশি বের হয়ে আসে।সেক্ষেত্রে মাড়ি থেকে গাম নিয়ে নতুন করে সার্জারি করে রুটের অংশটি ঢেকে দেয়া হয় ।এতে শিরশির অনুভূতি কমে যায়।
রুট ক্যানেল
দাঁত অনেক সময় ভেঙে যায় বা ক্যাভিটি তৈরি হয়। এতে গর্তটি অবশ্যই দাঁতের মজ্জার খুব কাছাকাছি চলে যায় ।সে ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসা করলে শিরশির অনুভূতি কমে আসবে।
#দাঁতশিরশির
#দাঁতচিকিৎসা
#দাঁত
#Sharmeen_Zaman
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: