বাংলাদেশের সবচেয়ে বড় বিল নাটোরের চলনবিল বিলশা এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ boat race regattas
Автор: বাংলাদেশ প্রতিদিন
Загружено: 2025-09-13
Просмотров: 30
Описание:
নাটোরের চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫
১২ সেপ্টেম্বর,২০২৫ শুক্রবার বিকেল ৩.৩০ মিনিট প্রায় নাটোরের চলনবিলে বিলশা এলাকায় বিলে বিশাল জনসম্মুখে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন-
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।
তিনি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এইদিন নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন নাটোর জেলার অভিভাবক জেলা ম্যাজিস্ট্রেড(জেলা প্রশাসক) জনাব আসমা শাহীন।
পানসি নৌকার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ১২টি দল অংশগ্রহণ করে।
১২ টি দলের মধ্যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় তিনটি নৌকা বাইচ দলের মধ্যে।
===প্রথম পুরস্কার পায় "নিউ একতা এক্সপ্রেস দল"
★প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল।
===দ্বিতীয় পুরস্কার পায় "বাংলার বাঘ দল"
★★দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর।
===তৃতীয় পুরস্কার পায় "আল মদিনা দল"
★★★তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন।
আমরা ১৮ জনের দল নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে সারাদিন নৌকা রিজার্ভ করে চলনবিলে ঘুরাঘুরি খাওয়াদাওয়া হৈ-হুল্লোড় অর্থাৎ অনেক মজা করেছিলাম।
হাজারো নৌকার মাঝে আমাদের নৌকা যেন খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। BK Mondal Naogaon (Lecturer)Economics.
/ 179nte2fn8
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: