যিলহজ্জের প্রথম দশকের ১০টি আমল
Автор: ইসলাম
Загружено: 2021-07-14
Просмотров: 61
Описание:
যিলহজ্জের প্রথম দশকের ১০টি আমল
{১} আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। (সুরা হজ্জ, ২৮)
{২} অধিক হারে নেক আমল করা। (বুখারী-মুসলিম)
{3} পাপের পথ না মাড়ানাে। (বুখারী-মুসলিম)
{৪} সামর্থবান হলে হজ্জ করা। (বুখারী-মুসলিম)
{৫} সামর্থবান হলে কুরবানী করা। (সুরা কাউসার ৩-তিরমিযী)।
{৬} করবানিচ্ছুক ব্যক্তি এই দশ দিন নখ চল ইত্যাদী না কাটা(মুসলিম)
{7} বেশি বেশি তাকবীর তাহমীদ ও তাহলীল বলা-যথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। (বুখারী)।
{৮} আরাফার দিন ফজর থেকে ঈদের চতুর্থ দিন অর্থাৎ ১৩ যিলহজ্জ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর নারী-পুরুষ সকলে ১বার ‘ করে উক্ত তাকবীর পাঠ করা। (বায়হাকী, হাকেম)।
{৯} আরাফার দিনে রােযা রাখা। (মুসলিম)।
{১০} ঈদের সালাত আদায় ও ঈদের সুন্নাহসমূহ পালন করা। ।
9 জিলহজ, জিলহজ, জিলহজ মাস, জিলহজ মাসের ফজিলত ও আমল, জিলহজ্জ, জিলহজ্জ মাস, জিলহজ্জ মাসের, জিলহজ্জ মাসের আমল, জিলহজ্জ মাসের আমল ও ফজিলত, জিলহজ্জ মাসের ইবাদত, জিলহজ্জ মাসের কত তারিখ, জিলহজ্জ মাসের ফজিলত, জিলহজ্জ রোজা, জিলহজ্ব মাসের আমল ও ফজিলত, যিলহজ্জ মাসের, যিলহজ্জ মাসের তারিখ, যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের ফজিলত, যিলহজ্জ মাসের প্রথম দশ দিন, যিলহজ্জ মাসের ফজিলত, যিলহজ্জ মাসের রোজা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: