মোটরসাইকেলের প্রাণ | ক্লাচ ফ্রিকশন জোন ব্যবহার।
Автор: Smart Rider
Загружено: 2024-12-14
Просмотров: 2285
Описание:
আমি বলি, ক্লাচ হচ্ছে মোটরসাইকেলের প্রাণ। তাই ক্লাচ ফ্রিকশন জোন যদি কেউ না বুঝে বা এর সঠিক ব্যবহার যদি যদি না জানে, তাহলে সে বাইকের রসায়নই বুঝতে অক্ষম।
প্রশিক্ষণ বিস্তারিত:
দয়া করে নিচের সম্পুর্ন বিষয়গুলো ভাল করে পড়ুন আপনার সব প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।
কোর্স ফি ও অন্যান্য বিষয় সমূহঃ
১৷ এডভান্স কোর্সঃ
(📢বাইসাইকেল চালাতে জানা প্রশিক্ষণার্থীদের বেলায় প্রযোজ্য তবে শহরের প্রধান এবং ব্যস্ত রাস্তায় বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে)
🌀 🏍 মোটরসাইকেলঃ ২৫০০/-
🌀 🛵 স্কুটিঃ ৪০০০/-
🕓 প্রশিক্ষণ সময়কালঃ ৩ দিন বা এর চেয়ে কম অথবা বেশি দিন লাগতে পারে। মোটকথা যতদিন না পর্যন্ত সেইফলি রাইড না করছেন ততদিন পর্যন্ত প্রশিক্ষণ চলতে থাকে।
বিঃ দৃঃ ফি একেবারে নির্ধারিত।
২। প্রাইমারী কোর্সঃ (📢বাইসাইকেল চালাতে না জানা বা যারা শহরের প্রধান এবং ব্যস্ত রাস্তায় বাইসাইকেল চালাননি সেই প্রশিক্ষণার্থীদের বেলায় প্রযোজ্য)
🌀 🏍 মোটরসাইকেলঃ ৫৫০০/-
🌀 🛵 স্কুটিঃ ৬০০০/-
🕓 প্রশিক্ষণ সময়কালঃ ৭ দিন বা এর চেয়ে কম অথবা বেশি দিন লাগতে পারে। মোটকথা যতদিন না পর্যন্ত সেইফলি রাইড না করছেন ততদিন পর্যন্ত প্রশিক্ষণ চলতে থাকে
(🔴 বিঃ দৃঃ প্রশিক্ষণ শুরুর পরবর্তী ৩০ দিনের ভেতর অবশ্যই প্রশিক্ষণ শেষ করতে হবে অন্যথায় প্রশিক্ষণটি বাতিল অথবা পুনঃ ভর্তি হতে হবে)।
★★ফি একেবারে নির্ধারিত।
🌀 প্রশিক্ষণের স্থানঃ
📌ঢাকায়-
👉আগারগাঁও -স্থায়ী প্রশিক্ষণ মাঠঃ
নির্বাচন কমিশনের সামনে (নতুন রাস্তা/কোষ্টগার্ড সদর দপ্তরের সামনে), শের এ বাংলা নগর, ঢাকা।
ঢাকার নাম্বার- +8801712886300
📌 চট্টগ্রামে-
👉আগ্রাবাদ - স্থায়ী প্রশিক্ষণ মাঠঃ
জাম্বুরী পার্ক, দক্ষিন রাস্তা, আগ্রাবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামের নাম্বার- +8801536112839
🌀প্রশিক্ষণ সময়ঃ প্রতিদিন সকাল ০৭টা থেকে ১০টা ও বিকেলে ০৪টা থেকে রাতের ৮টা। এর মধ্যে যে কোন ১ ঘন্টার শিডিউল আপনার পছন্দের সময়ে বুক করে আসতে হবে।
📣 প্রশিক্ষণ সুবিধা সমুহঃ
✅ গ্রুপে নয়, ওয়ান টু ওয়ান প্রশিক্ষণ।
✅ পছন্দমত সময়ে প্রশিক্ষণ নেয়া যাবে।
✅ নতুন মোটরসাইকেলে প্রশিক্ষণ। (কোন প্রকার যান্ত্রিক সমস্যা ছাড়া ৮০ সিসি - ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল)
✅ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা।
✅ নারী প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
🔰 নিয়মাবলীঃ
⭕ আগ্রহী প্রশিক্ষণার্থীকে আগের দিন ফোন করে অবশ্যই প্রশিক্ষণ সময় সুচী নিয়ে নিতে হবে।
⭕ প্রশিক্ষণ সেফটির জন্য প্রশিক্ষণার্থীকে কেডস্ পড়ে আসতে হবে।
⭕ প্রশিক্ষণের প্রথম দিনেই প্রশিক্ষণ মাঠে ফর্ম পূরণ ও সম্পুর্ণ ফি পরিশোধের পর প্রশিক্ষণ নিতে পারবেন।
⭕ সাথে বহনকৃত মুল্যবান ট্যাব,লেপটপ, মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে।
🚫 অবৈধ কিছু সাথে রাখা যাবে না।
📣 বিঃ দৃঃ আমরা শুধুমাত্র মোটরসাইকেল বিক্রয় ও রাইডিং প্রশিক্ষণ নিয়ে কাজ করি এবং লাইসেন্সের বিষয়ে পরামর্শ নিতে হলে প্রশিক্ষণ চলাকালীন সময়ে কথা বলুন।
🔰 বিস্তারিত জানতে ফোন করুনঃ
📞 +8801712886300
✉ [email protected]
📌 প্রশিক্ষণ শিডিউল নিতে ওয়েবসাইটে বুকিং করুনঃ https://smartriderbd.com/book-training/
Follow Us on:
Instagram: / smartriderbd
LinkedIn Page:
www.linkedin.com/company/smartriderbd
Twitter: / smartriderbd
Web:
www.smartriderbd.com
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ
www.facebook.com/groups/smartriderbd/
আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ
/ smartriderbd
#motorcycletraining #motorcycle #motorcycles #biketraining #bikelife #bikeride #biker #bike #training
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: