তুমি জানলে না | Tumi Janle Na | Bangla Sad Song 2025 | Bangla Music Lounge | বাংলা আধুনিক গান
Автор: Bangla Music Lounge
Загружено: 2025-11-18
Просмотров: 858
Описание:
তুমি জানলে না, ওগো জানলে না,
আমার ভেতরের ক্ষত, গোপন যন্ত্রণা।
তুমি জানলে না।
হাসি দিয়ে ঢাকা, এই আমার এ মুখ,
আসলে সে তো নয়, শুধু মিছে সুখ।
তুমি জানলে না, ওগো জানলে না।
আকাশের মেঘেরা ঝরে পড়ে বৃষ্টি হয়ে,
আমার দু'চোখে নদী ফেরে গোপনে বয়ে।
কেউ ভাবে, এ শুধু আলোর ঝলকানি,
কেউ বোঝে না, এ আমার নীরব হানাহানি।
সবাই দেখে ছায়া, ছায়ার গভীরে নয়,
নিঃস্ব এ হৃদয়ের কী যে পরাজয়।
তুমি জানলে না, ওগো জানলে না।
কত কথা ছিল, জমে ছিল এ বুকে,
ডেকেছি তোমায় আমি, সুখে-দুঃখে।
অপেক্ষা ছিল শুধু তোমার একটি বারণ,
আসলে সে তো নয়, কেবলই আবরণ।
ভেবেছি, হয়তো তুমি স্পর্শে বুঝবে সব,
ভেঙে যাবে প্রাচীর, হবে নীরব উৎসব।
সে ভুল ভাঙলো না, নীরবতাই রয়।
এই মুখোশটা রোজ পরতে শিখেছি আমি,
যাতে কেউ না জানে, কত দামি এ বিষণ্ণ গামি।
তোমার চোখের সামনে, হেসে গেছি বারবার,
যেন এ জীবনে কোনো দুঃখ নেই আমার।
বোঝোনি পাথরের নীরবতা, যেমনটা শুরুতে ছিল,
আমার মনের শহরে, শুধু যন্ত্রণা ঢিল ছোঁড়ে গেল।
তুমি জানলে না, ওগো জানলে না।
আমার ভেতরের ক্ষত, গোপন যন্ত্রণা।
আসলে সে তো নয়, শুধু মিছে সুখ।
তুমি জানলে না, ওগো জানলে না।
তুমি জানলে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: