Denvar 50ml জ্বর,শ্বাসকষ্ট,টাইফয়েড জ্বর,হাপানী হলে Denvar syrup 50ml সেবন করান! Cefixime ! Cef-3 !
Автор: Bangla Medical Tips24
Загружено: 2021-06-22
Просмотров: 190174
Описание:
ডেনভার পাউডার ফর সাসপেনশন
সেফিক্সিম একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন জাতীয় এবং মুখে সেবনযোগ্য সেমিসিনথেটিক এন্টিবায়োটিক। এটি সহজেই অর্জিত প্লাজমা ঘনত্বে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। বিটা-ল্যাকটামেজ এনজাইমের উপস্থিতিতেও সেফিক্সিম সুস্থিত। ফলে বিটা-ল্যাকটামেজ উপস্থিতির কারণে যে সকল জীবাণু পেনিসিলিন ও কিছু কিছু সেফালোস্পোরিনের প্রতি রেজিস্ট্যান্ট, সে সকল জীবাণুর বিরুদ্ধের সেফিক্সিম কার্যকরী। খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া যে কোন ভাবে সেবন করলে এটি প্রায় ৪০% থেকে ৫০% বিশোষিত হয়।
কাজ
উর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্র নালীর সংক্রমণ, গননাকক্কাল ইউরেথ্রাইটিস, একিউট ওটাইটিস মিডিয়া।
সেফিক্সাইম এর প্রতি সংবেদনশীল জীবাণু দ্বারা আক্রান্ত নিম্নলিখিত তীব্র সংক্রমণসমূহে নির্দেশিত এগুলো হচ্ছে:
উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণসমূহ যেমন, ওটাইটিস মিডিয়া এবং অন্যান্য উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে যেে ক্ষেত্রে জীবাণুর ধরণ অথবা সাধারণভাবে ব্যবহৃত জীবাণু বিরোধী ঔষধ অকার্যকর অথবা গুরুতর সংক্রমণ যেখানে নিশ্চিত কার্যকারিতা প্রয়োজন অন্যথায় গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দিতে পারে।
শ্বাসনালীর সংক্রমণসমূহ যেমন- ব্রঙ্কাইটিস
মূত্রনালীর সংক্রমণ যেমনঃ মূত্রাশয়ের প্রদাহ, ব্লাডার এবং ইউরেথ্রার প্রদাহ, জটিলতা বিহীন মূত্রস্থলীর প্রদাহ।
জটিলতা বিহীন গনোরিয়া (সারভিক্যাল/ইউরেথ্রাল)।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: