অনার্স পড়ুয়া কৃষক বাংলাদেশ। New Look Raja
Автор: New Look Raja
Загружено: 2020-10-10
Просмотров: 44
Описание:
অনার্স পড়ুয়া কৃষক বাংলাদেশ। New Look Raja
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশে কৃষি, কৃষিপ্রযুক্তি অনেক এগিয়ে গেছে। কৃষকরা তাদের আবাদী জমিতে প্রতি বছর তিনটি ফসল আবাদ করে বা ফসল উৎপাদন করে। অতীতে একটি জমিতে বছরে একটি ফসল উৎপাদন করতো। কিন্তু সব জমি ফসল উৎপাদনের আওতায় আনতে পারতো না। কারণ উঁচু জমিতে কোনো ফসল উৎপাদন করার টেকনোলজি বা কৃষিপ্রযুক্তি তখনও উদ্ভাবন হয়নি সম্প্রতি বা বেশ অনেক বছর ধরে সকল জমিই উৎপাদনের আওতায় এসেছে। বর্তমানে কোনো জমি পতিত থাকেনা। শুধু তাই নয় সকল জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করছেন কৃষকরা। কেউ কেউ চারটি ফসলও উৎপাদন করে থাকেন।
আজকের এই ভিডিওটি যাকে নিয়ে নির্মিত হয়েছে তিনি একজন অনার্সের ছাত্র। তিনি পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ, ফসল উৎপাদন করে থাকেন। এই ছাত্রের নাম রেজাউল। পড়ালেখার সাথে, একই সঙ্গে কৃষি কাজ করছেন যা বাংলাদেশে দৃষ্টান্ত হতে পারে। জীবনকে সফল, সার্থক করতে হলে যথা সময়ে যথা কাজটি করতে হয়, রেজাউলের কাছে তা শেখার আছে। পরিশ্রম না করলে জীবনে সাফল্য আসবেনা সেটা সে বুঝতে পেরেছে। বাংলাদেশের যুবকদের কাছে রেজাউল উদাহরণ বা দৃষ্টান্ত হতে পারে।
এই ভিডিওটি করা হয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে প্রায় চার কিলোমিটার দূরবর্তী এক গ্রাম থেকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: