কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, "যে ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন পুরো জাতিকেই হত্যা করল।
Автор: Aahiah Bardhan Official
Загружено: 2025-11-29
Просмотров: 3
Описание:
আসসালামু আলাইকুম,
অনেকের মনেই একটি ভুল ধারণা আছে যে, ইসলাম ধর্ম অমুসলিমদের হত্যা করার নির্দেশ দেয়। কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা প্রচার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে।
পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, "যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল।" (সূরা মায়েদা: ৩২)। কোনো ধর্মই সহিংসতা বা বিনা কারণে মানুষ হত্যা সমর্থন করে না। ইসলাম সবসময় শান্তি, সম্প্রীতি এবং মানবতার কথা বলে।
এই ভিডিওতে যা যা থাকছে:
১. অমুসলিমদের ব্যাপারে ইসলামের সঠিক নির্দেশ।
২. মানুষ হত্যা নিয়ে কুরআনের আয়াত ও ব্যাখ্যা।
৩. বিভিন্ন ধর্মের শান্তির বাণী।
পৃথিবীর কোনো ধর্মই বলেনি অন্য ধর্মের মানুষকে হত্যা করতে। তবুও কিছু মানুষ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি।
আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ দেখিয়েছি যে, ইসলামে অমুসলিম বা ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তা ও অধিকার সম্পর্কে কী বলা হয়েছে। সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আসুন, ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে একে অপরকে সম্মান করি।
সতর্কতা: এই ভিডিওটি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ভুল ধারণা দূর করার উদ্দেশ্যে তৈরি।
#Islam #Humanity #Peace #Misconception #BanglaWaz #IslamVsTerrorism#IslamicVideo #HumanRights #ReligiousHarmony #NoToViolence #bangladeshpolitics #Islam #Peace #Humanity #MisconceptionsAboutIslam #Quran #Hadith #NoViolence #BanglaIslamicVideo #ReligiousHarmony
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: