অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার, ত্বকের যত্ন ও গায়ের দুর্গন্ধ দূরসহ নানান উপকারিতা ফিটকিরি’র
Автор: Priyo
Загружено: 2022-09-12
Просмотров: 1604
Описание:
অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারই নয়, ত্বকের যত্ন, গায়ের দুর্গন্ধ দূরসহ নানান উপকারিতা ফিটকিরি’র
ফিটকিরি হলো সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের একটি যৌগ লবণ। এটি একপ্রকার অর্ধ স্বচ্ছ কাচসদৃশ কঠিন পদার্থ। এর রাসায়নিক নাম পটাশ এলাম। ইংরেজিতে এটি এলাম নামে পরিচিত।
এটি দামে সস্তা, সহজলভ্য এবং ভালো জীবাণুনাশক হিসেবে কাজ করে। সাধারণত পানি পরিশোধনের জন্য এটি ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে এর নানাবিধ ব্যবহার। অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারের পাশাপাশি ত্বক মেরামত, গায়ের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি’র জুড়ি মেলাভার।
দাড়ি কাটার সময় মুখের কোনও জায়গায় কেটে গেলে সেখানে ফিটকিরি লাগালে দারুণ কাজ করে। ক্ষতস্থানে ফিটকিরি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এবং রক্তক্ষরণ থামাতে সাহায্য করে।
তবে ফিটকিরি শুধু রাস্তার পাশের আদি, অকৃত্রিম সেলুনেই দেখা যায়। পার্লারের ভিড়ে এই সেলুনের সংখ্যা ক্রমশ কমে আসছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে ফিটকিরির ব্যবহারও।
ফিটকিরি শুধু অ্যান্টিসেপ্টিক হিসাবেই ব্যবহার করা হয় না, এর অন্য অনেক উপকারিতাও রয়েছে। ফিটকিরির সঠিক ব্যবহার জানলে আপনার দৈনন্দিন জীবনের প্রসাধনীর খরচও কমে যাবে।
বাজারে ‘আফটার শেভ প্রোডাক্ট’-এর প্রচলন কমবেশি রয়েছে। তবে কেউ চাইলে দামি প্রসাধনী ব্যবহার না করে সহজলভ্য ফিটকিরিও ‘আফটার শেভ প্রোডাক্ট’ হিসাবে ব্যবহার করতে পারেন।
পুরুষরা দাড়ি কামানোর পর যদি সামান্য পরিমাণ ফিটকিরি ব্যবহার করেন, তা হলে ত্বকের জেল্লা বাড়তে পারে।
কোঁচকানো ত্বক এমনকি, মুখের দাগ কমাতেও ফিটকিরি ব্যবহার করা হয়।
সকালে মুখে নিয়মিত সামান্য ফিটকিরি লাগিয়ে পানি দিয়ে ধুয়ে নিলেও উপকার পাওয়া যাবে। মুখে ব্রণ দেখা দিলেও তা কমে যাবে।
মুখের দুর্গন্ধ দূর করতেও ফিটকিরির ভূমিকা অনস্বীকার্য। গরম জলের সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ কমে।
মুখের ভিতর আলসার অথবা মাড়ি থেকে রক্ত বেরোলেও ফিটকিরির মাধ্যমে রেহাই পাওয়া যায়।
আলসারের ওপর ৪০ সেকেন্ডের মতো ফিটকিরির গুঁড়ো লাগিয়ে রাখলে মুখের ভেতরের আলসারগুলো কমতে শুরু করে।
পানি ভর্তি বালতিতে সারা রাত ফিটকিরি মিশিয়ে সেই পানি দিয়ে সকালে গোছল করলে চুলের সমস্যাগুলো কমে যায়।
শ্যাম্পুর বদলে ফিটকিরি দেওয়া পানি দিয়ে চুল ধুলেও চুল পরিষ্কার হয়। এমনকি, উকুন মারতেও ফিটকিরি দেওয়া পানি খুবই সাহায্য করে।
মুখের চামড়া যেন কুঁচকে না যায়, সেই কারণে নামী ব্র্যান্ডের বহু দামি প্রসাধনী ব্যবহার করা হয়। কিন্তু এর বদলে ব্যবহার করা যায় ফিটকিরিও।
গোলাপজলের সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে মুখে লাগালে তা ‘অ্যাস্ট্রিনজেন্ট’ হিসাবে কাজ করে।
শুধু ত্বক বা চুল নয়, গায়ে দুর্গন্ধ থাকলেও তা দূর হতে পারে ফিটকিরির মাধ্যমে।
প্রতিদিন গোছলের সময় পানি নিয়মিত ফিটকিরি গুঁড়ো মিশিয়ে গায়ের দুর্গন্ধ দূর হয়। আলাদাভাবে সুগন্ধির ব্যবহার না করলেও চলে।
#PriyoLife #life #tips #priyo #priyotips #alume
Visit our website-
https://www.priyo.com
Connect with us-
/ priyolife
For Priyo News-
/ priyonews
/ priyonews
/ priyonews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: