সত্যসন্ধানী চারজন পূণ্যবান ব্যক্তির কাহিনী
Автор: Samsul Alam Fahim
Загружено: 2025-02-10
Просмотров: 69
Описание:
সত্যসন্ধানী চারজন পূণ্যবান ব্যক্তির কাহিনী
চারজন লোক বহু-ঈশ্বরবাদ ভেঙে দিলেন
#একদিন #এক ভোজে #জমায়েত হয়েছিল #কোরাইশরা। #উপলক্ষ—যে #প্রতিমার সামনে তারা #কোরবানি দিচ্ছিল, তাকে #তওয়াফ করা ও তার #প্রতি #সম্মান #প্রদর্শন করা । এই #ভোজ #প্রতিবছর হতো। খুব #গোপনে
#চারজন #লোক ওখান থেকে সরে গেলেন। #গোপনে তাঁরা #বন্ধুত্বের #বন্ধনে থেকে এক #সিদ্ধান্ত #গ্রহণ করলেন । #লোকগুলো ছিলেন :
(১) #ওয়ারাকা #ইবনে #নওফেল #ইবনে #আসাদ #ইবনে #আবদুল #উজ্জা #ইবনে #কুসায়ি #ইবনে #কিলাব ইবনে #মুররা ইবনে #কাব ইবনে #লুয়ায়ি,
(২) #উবায়দুল্লাহ ইবনে #জাহুশ ইবনে #বিয়াব ইবনে #ইয়ামার ইবনে #সাবরা ইবনে #মুররা ইবনে #কবির ইবনে #গানম ইবনে #দুর্দান ইবনে #আসাদ ইবনে
#খুজায়মা । তাঁর #মা ছিলেন #উমায়মা বিনতে আবদুল #মুত্তালিব,
(৩) #উসমান #ইবনে #আল-হাওয়ারিস #ইবনে #আসাদ ইবনে আবদুল উজ্জা ইবনে #কুসায়ি এবং
(৪) #জায়েদ ইবনে আমর ইবনে #নওফেল ইবনে আবদুল উজ্জা ইবনে আবদুল্লাহ ইবনে #কার্ত ইবনে #রিয়াহ ইবনে রাজাহ্ ইবনে আদিই ইবনে কাব ইবনে #লুয়ারি।
সত্যসন্ধানী চারজন পূণ্যবান ব্যক্তির কাহিনী
#তাঁদের #মতে, ওরা #তাঁদের #বাবা #ইবরাহিমের #ধর্মকে #কলুষিত করে ফেলেছে, যে #পাথরের চারদিকে তারা
#তওয়াফ করছে, তার কোনো #মাহাত্ম্য নেই । এই #পাথর কিছু শোনে না, দেখে না, #আঘাত করতে পারে
না, #সাহায্য করতে পারে না । তারা বলে, 'যাও না, তোমরা নিজেদের #ধর্ম বের করো না। #ঈশ্বরের #দিব্যি,
তোমাদের কোনো #ধর্ম নেই।' কাজেই তাঁরা #ভিন্ন #ভিন্ন পথে বের হয়ে #পড়লেন দেশে #দেশে, #ইবরাহিমের
(আ.) #ধর্ম #হানিফিয়ার #সন্ধানে ।
সত্যসন্ধানী চারজন পূণ্যবান ব্যক্তির কাহিনী
#খ্রিষ্টধর্মের #ওপর #বিশ্বাস ছিল ওয়ারাকার। এই #ধর্মের #শাস্ত্রাদি তিনি #অধ্যয়ন করতেন । #পড়তে #পড়তে
অগাধ #পাণ্ডিত্য #অর্জন করেছিলেন তিনি সে #শাস্ত্রে । #উবায়দুল্লাহ #অন্বেষণ করেই চললেন, সেই অবস্থায়
#ইসলাম #আবির্ভূত হলো। #মুসলমানদের সঙ্গে তিনি চলে গেলেন #আবিসিনিয়ায়। #সঙ্গে গেলেন তাঁর
#মুসলমান #স্ত্রী #উম্মে #হাবিবা বিনতে আবু #সুফিয়ান। #আবিসিনিয়ায় গিয়ে তিনি #খ্রিষ্টধর্ম গ্রহণ করেন, #খ্রিষ্টান
হিসেবেই #ইহধাম #ত্যাগ করেন।
#মুহাম্মদ ইবনে জাফর ইবনে আল #জুবায়ের আমাকে বলেছেন, #খ্রিষ্টান হওয়ার পর #উবায়দুল্লাহ
রাসুলে করিমের (সা.) পাশ দিয়ে যাওয়ার সময় #প্রায়ই বলতেন, “আমরা #পরিষ্কার #দেখি, কিন্তু তোমাদের
#চোখ তো আধ-খোলা।' অর্থাৎ, ‘আমরা দেখতে পাচ্ছি, আর তোমরা দেখতে #চেষ্টা করছ, এখন দেখতে
পাচ্ছ না।' তিনি ‘সাসা' শব্দটা ব্যবহার করেছিলেন। সাসা, অর্থাৎ কুকুরের বাচ্চা চোখ খুলে দেখতে
চেষ্টা করলে কেবল অর্ধেকটা দেখতে পায়। অন্য যে #শব্দটি তিনি #ব্যবহার করেছিলেন, তা হলো
“ফাক্কাহা’ । অর্থাৎ, চোখ খোলা। তাঁর #মৃত্যুর পর রাসুল (সা.) তাঁর #বিধবা #পত্নী #উম্মে #হাবিবাকে #বিয়ে
#করেছিলেন ।# মুহাম্মদ #ইবনে #আলী #ইবনে #হুসায়ন আমাকে বলেছেন, রাসুল (সা.) তাঁর বিয়ের ব্যাপারে
আমর ইবনে উমাইয়া আদ দামরিকে পাঠিয়েছিলেন #নিগাসের কাছে এবং তিনিই (নিগাস) এ বিয়ে
সমাধা করে দেন । নবী করিম (সা.)-এর তরফ থেকে তিনি তাঁকে #মোহর হিসেবে দিয়েছিলেন চার শ
#দিনার । মুহাম্মদ ইবনে আলী বলেছিলেন, ‘আমাদের মনে হয় এটাকে নজির ধরে আবদুল মালিক ইবনে
#মারওয়ান #মেয়েদের #মোহরের #সর্বোচ্চ #সীমা #বেঁধে দিয়েছিলেন চার শ #দিনার। উম্মে হাবিবাকে রাসুলে
করিমের (সা.) হাতে এসে তুলে দিয়েছিলেন খালিদ ইবনে সাঈদ ইবনে আস ।
#উসমান ইবনে আল-হাওয়ারিস চলে গিয়েছিলেন #বাইজানটাইন #সম্রাটের কাছে। ওখানে তিনি
#খ্রিষ্টধর্মে #দীক্ষিত হন । তাঁকে #উচ্চপদের #চাকরি দেওয়া হয়েছিল সেখানে ।
জায়েদ ইবনে আমর যেখানে ছিলেন, সেখানেই থেকে গেলেন : তিনি #ইহুদি বা #খ্রিষ্টান—কোনো
#ধর্মই গ্রহণ করলেন না। নিজের পিতা-পিতামহের #ধর্ম পরিত্যাগ করে #মূর্তি, #মৃত #প্রাণী ও #রক্ত #ভক্ষণ
এবং #প্রতিমাকে #অর্ঘ্যদান #ইত্যাদি #বিষয় থেকে #বিরত রইলেন। #শিশুকন্যাদের #হত্যা করতে তিনি
#সবাইকে #বারণ করতেন। বলতেন, তিনি #ইবরাহিমের #উপাস্যকে #পূজা করেন। নিজের লোকজনকে
#প্রকাশ্যে তিনি তাদের আচার-আচরণের জন্য #নিন্দা করতেন।
#হিশাম ইবনে উরওয়া তাঁর #বাবার এবং তাঁর #বাবা তাঁর #মা #আসমা বিনতে আবু #বকরের #উদ্ধৃতি দিয়ে
বলেছেন, #আসমা #জায়েদকে #খুব #বুড়ো #অবস্থায় #কাবাঘরে #পিঠ #হেলান #দিয়ে #বলতে #শুনেছেন, “হে
#কোরাইশ, যার #হাতে আমার #প্রাণ, তাঁর #নামে #কসম #খেয়ে আমি বলছি, তোমরা কেউ #ইবরাহিমের ধর্ম
#অনুসরণ করো না, করি কেবল আমি।' পরে তিনি আবার বলেছেন, 'হে আল্লাহ, আমি যদি জানতাম
আধ্যাত্মিক জগতের কথা,
জাতকের গল্প,
ইসলামের অজানা ইতিহাস,
আত্মতত্ত্ব,
উত্তম চরিত্র,
সত্যবান,
আঁধারের গল্প,
রহস্যজনক গল্প,
সত্য যুগের কাহিনী,
পুরাতন গল্প,
অলৌকিক ক্ষমতা,
সত্য ধর্ম
সত্যসন্ধানী চারজন পূণ্যবান ব্যক্তির কাহিনী
#islamic
সত্যকে জানুন,
সত্যই আপনাকে
মুক্ত করবে
ইনশাআল্লাহ্।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: